ব্যবহারকারী:Ruhan/পদক
উইকিপিডিয়ার সাথে যুক্ত থাকাটাই আমার সবচেয়ে বড় স্বীকৃতি; সবচেয়ে বড় পদক।
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
দলগত কাজের পদক | |
সুপ্রিয় Wiki Ruhan, বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি) |
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
সুপ্রিয় রুহান, বাংলা উইকিপিডিয়ায় যৌনতা বিষয়ক নিবন্ধ তৈরি ও উন্নয়নে আগ্রহের জন্য আপনাকে এই পদক প্রদান করছি। :P -- আদিভাই (আলাপ) ১৩:১৪, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি) |
উইকিপদকসম্পাদনা
অসাধারণ নবাগত পদক | ||
মাত্র এক বছর আগে উইকিপিডিয়া লিখা শুরু করলেও এই স্বল্প সময়ে ২০০-এর অধিক নিবন্ধ তৈরি এবং ৬৭০০-এর অধিক সম্পাদনার জন্য আপনাকে এই পদক প্রদানের মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, উইকিপিডিয়ার মানোন্নয়নে অবদানকারীরা যে সময় ও শ্রম দান করেন, তার যথোপযুক্ত প্রতিদান দেয়া সম্বব নয়, তবে সেই অবদানে্র স্বীকৃতির লক্ষ্যে সামান্য প্রচেষ্টা এই উইকিপদক। আশা করছি বাংলা উইকির মানোন্নয়নে আপনার অবদান অব্যাহত থাকবে। ধন্যবাদ। – তানভির মোর্শেদ (আলাপ) ১৬:৩৬, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি) |
আপনাকে ধন্যবাদসম্পাদনা
নটর ডেম উইকি আলাপন ১.০ | |
সুপ্রিয় Wiki Ruhan, নটর ডেম উইকি আলাপন ১.০-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। - নকীব সরকার বলুন... ০৫:২৪, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি) |
নকীব সরকার বলুন... ০৫:২৪, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
পরিশ্রমী পদক | |
আপনার পরিশ্রম দেখে আপনাকে এই পদক দিতে আমার ভালো লাগছে! আশা করি এভাবেই আপনার কাজ চালিয়ে যাবেন! M.AbdullahKhan (আলাপ) ১৪:৫৫, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি) |
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
সম্পাদকের পদক | |
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। নাবিল (✉) ২০:৪২, ২৭ মার্চ ২০২০ (ইউটিসি) |
নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০ পদকসম্পাদনা
অভিনন্দন পদক • নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ • সুপ্রিয় নবীন সম্পাদক, |
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
মুজিব পদক | ||||
সুপ্রিয় রুহান ভাই,
মুজিব বর্ষের মহোপলক্ষে আপনি সহ বেশ কয়েকজন নিবেদিত প্রাণ উইকিপিডিয়ানের নিরলস প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়ায় “শেখ মুজিবুর রহমান” নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনীত হয়েছে। তাই, এই শুভক্ষণে আপনাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। – শুভেচ্ছান্তে, |
চিত্র যোগ পদকসম্পাদনা
চিত্র যোগ পদক | |
সুপ্রিয় Ruhan, উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১-এ অংশ নিয়ে, উইকিপিডিয়াকে আরও রঙ্গিন এবং প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার আন্দোলনে আপনার পথচলা অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২৩:৩৯, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি) |