পদক সম্পাদনা

নির্বাচিত নিবন্ধ পদক
 
সুপ্রিয় এম. আর. বি রাফি, এই পদকটি নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধে উন্নীত করায় আপনার অনস্বীকার্য ভূমিকার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। আন্তরিক সহযোগিতার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। —Wiki RuHan [ Talk ]

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

নির্বাচিত নিবন্ধ সম্পাদনা

নটর ডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি উচ্চ মাধ্যমিকস্নাতক শিক্ষা প্রতিষ্ঠান। যা জাতীয় পর্যায়ে মোট চারবার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় ও পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘ কর্তৃক ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলেজটিকে মতিঝিল থানার অন্তর্গত আরামবাগে স্থানান্তরিত করা হয় এবং যিশু খ্রিষ্টের মাতা মেরির নামে উৎসর্গ করে নটর ডেম কলেজ নাম রাখা হয়। ফরাসি শব্দগুচ্ছ “নটর ডেম”-এর অর্থ আমাদের মহীয়সী নারীহলেও নটর ডেম কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে পূর্ণাঙ্গরূপে বালকদের শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটিতে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগমানবিক বিভাগে শিক্ষা দান করা হয়। পাঁচ একরের উপর স্থাপিত কলেজটিতে ৪টি শিক্ষা ভবন, একটি ছাত্রাবাস, একটি মসজিদ, একটি খাবারঘর, একটি যাজকাবাস এবং ২৪টি ক্লাব রয়েছে। কলেজ কর্তৃপক্ষ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। বর্তমানে কলেজটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬৫০০। (বাকি অংশ পড়ুন...)

ভালো নিবন্ধ (সংশোধন প্রয়োজন) সম্পাদনা


নটর ডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। যা একাধিকবার দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। হলি ক্রস সংঘের খ্রিস্টান ধর্মযাজকদের দ্বারা নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। বর্তমানে এটি কমলাপুর রেলস্টেশনের কাছাকাছি মতিঝিল থানার আরামবাগে অবস্থিত। উৎকৃষ্ট মানের শিক্ষা পদ্ধতি, সুষ্ঠু নিয়মশৃঙ্খলা, বিস্তৃত সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত। দেশ বিভাগের পর কলেজ প্রতিষ্ঠার জন্য পূর্ব পাকিস্তানে সরকারের আমন্ত্রণ পেয়ে তৎকালীন আর্চবিশপ লরেন্স গ্রেনারের তৎপরতায় হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় কর্তৃক ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ স্কুলের পরিবর্ধিত রূপ হিসাবে সেন্ট গ্রেগরিজ কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলেজটিকে তার বর্তমান ঠিকানা আরামবাগে স্থানান্তর করা হয়। বর্তমানে কলেজটিতে তিনটি ছয় তলা শিক্ষাভবন, একটি তিন তলা শিক্ষাভবন ও একটি আবাসিক হল ও একটি কোয়ার্টার রয়েছে। ১৯৫৪ সালে সেন্ট গ্রেগরিজ কলেজ পরিবর্তন করে নটর ডেম কলেজ নাম রাখা হয়। নটর ডেম ফরাসি শব্দ যার ইংরেজি প্রতিশব্দ হল Our Lady। রোমান ক্যাথলিকগণ Our Lady বলতে যিশুখ্রিষ্টের মাতা মেরিকে বুঝিয়ে থাকেন। তারা কলেজটি মাতা মেরির নামে উৎসর্গ করেন। কলেজের মূলনীতিটি লাতিন ভাষায়। তা হল: Diligite Lumen Sapientiae, যার বাংলা ভাবানুবাদ জ্ঞানের আলোকে ভালোবাসো। প্রতিষ্ঠাকালীন সময়ে শুধু কলা ও বাণিজ্য বিভাগ থাকলেও ১৯৫৫ খ্রিষ্টাব্দে বি.এ এবং ১৯৬০ খ্রিষ্টাব্দে বি.এস.সি চালু করে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন নটর ডেমের ১৯৫০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৯৫০ খ্রিষ্টাব্দে নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ১৯৫৯ খ্রিষ্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পায়। খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত হলেও এতে সকল ধর্মের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে মাত্র ১৯ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা নটর ডেম কলেজের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৬০০০ এর অধিক। কলেজেটিতে রাজনৈতিক প্রভাবমুক্ত সহশিক্ষা কার্যক্রম স্বরূপ ২৪টি ক্লাব পরিচালিত হয়। (বাকি অংশ পড়ুন...)

অংশগ্রহণকারী সম্পাদনা

নটর ডেম কলেজ, ঢাকাকে নির্বাচিত নিবন্ধে উন্নীতকরণে যাদের প্রতি আমি চিরঋণী-