'আমার ব্যবহার কারী পাতায় আপনাদের স্বাগতম'

দীপ্ত ব্যানার্জী
নিশান, দীপ্ত
জন্ম
দীপ্ত

(2006-11-10) ১০ নভেম্বর ২০০৬ (বয়স ১৮)
জাতীয়তাবাংলাদেশী
পেশা
কর্মজীবন২০১৯ - বর্তমান
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ত্রুটি: বৈধ বছর, মাস, দিন প্রয়োজন
এই ব্যবহারকারী একজন ডান-হাতি
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
নীলএই ব্যবহারকারীর প্রিয় রং নীল
এই ব্যবহারকারী বেগকে গতিতে রুপান্তরে সক্ষম।
সংখ্যাগরিষ্ঠ ≠ সঠিকএই ব্যবহারকারীর মতে সবাই একই ভুল করলেও সেটা ভুলই থাকে, শুদ্ধ হয়ে যায় না


এই ব্যবহারকারী মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করে অবদান রাখেন।
এই ব্যবহারকারী গুগল ক্রোম ব্যবহার করে অবদান রাখেন।
এই ব্যবহারকারী সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালবাসেন
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।
এই ব্যবহারকারী বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক।
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।

সংক্ষিপ্ত পরিচয়

সম্পাদনা

আমার নাম দীপ্ত ব্যানার্জী । সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়য়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছি । ২০০৬ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করি। বাংলা উইকিতে একজন সদস্য হিসাবে সামান্য অবদান রাখার চেষ্টা করছি দেশ ও ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে। আসুন, একসাথে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে জ্ঞানকে উন্মুক্ত করি।