ছাত্র
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
ছাত্র বা শিক্ষার্থী হল একজন অধ্যয়নকারী, যিনি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য অংশগ্রহণ করেন। শিক্ষার্থীর কাজ শুধু জ্ঞানার্জন করাই নয়, বরং নিজেকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
ছাত্র শব্দের মূল অর্থঃ "যে গুরুর দোষ ঢেকে রাখে।" সংস্কৃত ব্যাকরণ মতে ছাত্র এর নারীবাচক রুপ "ছাত্রী"। অথ্যাৎ, ছাত্রী বলতে বোঝায় ছাত্রের স্ত্রী বা স্ত্রী লিঙ্গরুপ।
এশিয়াসম্পাদনা
বাংলাদেশসম্পাদনা
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাঃ
শিক্ষার স্তর | শ্রেণী | বয়স | |
---|---|---|---|
প্রাথমিক | ১ থেকে ৫ | ৬ থেকে ১০ | |
নিম্ন মাধ্যমিক | ৬ থেকে ৮ | ১১ থেকে ১৩ | |
মাধ্যমিক | ৯ থেকে ১০ | ১৪ থেকে ১৫ | |
উচ্চ মাধ্যমিক | ১১ থেকে ১২ | ১৬ থেকে ১৭ | [১] |