আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥

আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥

———————————
প্রতুল মুখোপাধ্যায়

এই ব্যবহারকারী একজন বাংলাদেশী
আজঃ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ; সময়: ১০:৪২
বাংলা উইকিপিডিয়া পরিসংখ্যান
মোট নিবন্ধের সংখ্যাঃ ১,৫১,৭৭৪
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১২,৩৮,৫০০
মোট ফাইলের সংখ্যাঃ ১৮,৩২৯
মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ৪,৫৪,৪০৩
ব্যাক্তিগত তথ্য
ব্যবহারকারীর নাম আকাশ ইসলাম।
ব্যবহারকারীর জন্ম ২রা আগস্ট।
ব্যবহারকারী একজন আলোকচিত্রী
এই ব্যবহারকারী একজন ডান-হাতি
এই অবদানকারী একজন পুরুষ
ভাষা ও সংস্কৃতি
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
ব্যবহারকারী মার্কিন ইংরেজি ব্যবহার করেন।
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
অভিরুচি
এই ব্যবহারকারী প্রকৃতিপরিবেশ রক্ষায় যুদ্ধরত।
ব্যবহারকারী লালন দর্শন বিষয়ে গবেষণা করেন।
যোগাযোগ
[১]ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল
[২]ব্যবহারকারীর ওয়েব পোর্টাল
[৩]ব্যবহারকারীর টুইটার প্রোফাইল
উইকিপিডিয়া
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ান হয়ে গর্বিত।