বোল্যান্ড পার্ক
বোল্যান্ড পার্ক হল দক্ষিণ আফ্রিকার পার্ল শহরে অবস্থিত বহুকার্যে ব্যবহৃত একটি ক্রীড়া স্টেডিয়াম। বর্তমানে এটি মূলত ক্রিকেট ম্যাচ আয়োজন করে। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এটি তিনটি ম্যাচ আয়োজন করেছিল। বর্তমানে এটি ঘরোয়া টি২০ লিগ এসএ২০-র ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট দল পার্ল রয়্যালসের ঘরের মাঠ হিসেবে কার্যকর।
স্টেডিয়ামের তথ্যাবলি | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
অবস্থান | পার্ল, দক্ষিণ আফ্রিকা | ||||||||
দেশ | দক্ষিণ আফ্রিকা | ||||||||
স্থানাঙ্ক | |||||||||
প্রতিষ্ঠা | ১৯৯৬ | ||||||||
ধারণক্ষমতা | ১০,০০০ | ||||||||
পরিচালক | বোল্যান্ড ক্রিকেট দল | ||||||||
প্রান্তসমূহ | |||||||||
রেইবিক কেলডার্স এন্ড স্টেবলস এন্ড | |||||||||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||||||||
প্রথম পুরুষ ওডিআই | ২৭ জানুয়ারি ১৯৯৭: ভারত বনাম জিম্বাবুয়ে | ||||||||
সর্বশেষ পুরুষ ওডিআই | ২১ জানুয়ারি ২০২২: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত | ||||||||
প্রথম পুরুষ টি২০আই | ২৯ নভেম্বর ২০২০: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | ||||||||
একমাত্র নারী টেস্ট | ১৯–২৩ মার্চ ২০০২: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত | ||||||||
প্রথম নারী ওডিআই | ১৬ অক্টোবর ২০০৯: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||||||||
সর্বশেষ নারী ওডিআই | ২৪ অক্টোবর ২০১৬: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড | ||||||||
প্রথম নারী টি২০আই | ২৫ অক্টোবর ২০০৯: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||||||||
সর্বশেষ নারী টি২০আই | ১৮ ফেব্রুয়ারি ২০১৬: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | ||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||
| |||||||||
২১ জানুয়ারি ২০২২ অনুযায়ী উৎস: ক্রিকইনফো |
ইতিহাস
সম্পাদনা- এই মাঠে অনুষ্ঠিত প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ টাইতে শেষ হয়েছিল। এটি ১৯৯৭ সালে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে খেলা হয়েছিল যা একটি ত্রিদেশীয় সিরিজের অংশ ছিল।
- ১১ জানুয়ারি ২০১২-এ, আয়োজক দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৫৮ রানে পরাজিত করে। শ্রীলঙ্কা দল মাত্র ৪৩ রানে অল-আউট হয়ে যায়, যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন রান।[১]
২০০৩ ক্রিকেট বিশ্বকাপ
সম্পাদনানিম্নলিখিত তিনটি ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছিল।
আন্তর্জাতিক শতরান
সম্পাদনাএকদিনের আন্তর্জাতিকে মোট নয়টি শতরান হয়েছে এই মাঠে।[২]
নং | রান | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতারিত | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১০০* | জ্যাক কালিস | দক্ষিণ আফ্রিকা | ১৩৯ | ২ | শ্রীলঙ্কা | ৯ জানুয়ারি ২০০১ | বিজয়ী |
২ | ১১১ | সৌরভ গাঙ্গুলি | ভারত | ১২৪ | ১ | কেনিয়া | ২৪ অক্টোবর ২০০১ | বিজয়ী |
৩ | ১৪৬ | শচীন তেন্ডুলকর | ভারত | ১৩২ | ১ | কেনিয়া | ২৪ অক্টোবর ২০০১ | বিজয়ী |
৪ | ১০২* | গ্যারি কার্স্টেন | দক্ষিণ আফ্রিকা | ১১৮ | ২ | পাকিস্তান | ১৬ ডিসেম্বর ২০০২ | বিজয়ী |
৫ | ১১২ | হাশিম আমলা | দক্ষিণ আফ্রিকা | ১২৮ | ১ | শ্রীলঙ্কা | ১১ জানুয়ারি ২০১২ | বিজয়ী |
৬ | ১৭৬ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ১০৪ | ১ | বাংলাদেশ | ১৮ অক্টোবর ২০১৭ | বিজয়ী |
৭ | ১২৩ | হেইনরিখ ক্লাসেন | দক্ষিণ আফ্রিকা | ১১৪ | ১ | অস্ট্রেলিয়া | ২৯ ফেব্রুয়ারি ২০২০ | বিজয়ী |
৮ | ১১০ | তেম্বা বাভুমা | দক্ষিণ আফ্রিকা | ১৪৩ | ১ | ভারত | ১৯ জানুয়ারি ২০২২ | বিজয়ী |
৯ | ১২৯ | রাসি ফন ডার ডাসেন | দক্ষিণ আফ্রিকা | ৯৮ | ১ | ভারত | ১৯ জানুয়ারি ২০২২ | বিজয়ী |
আন্তর্জাতিক পাঁচ উইকেট লাভ
সম্পাদনানং | বোলার | তারিখ | দল | প্রতিপক্ষ | ইনিংস | ওভার | রান | উইকেট | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | এডো ব্রান্ডেস | ২৭ জানুয়ারি ১৯৯৭ | জিম্বাবুয়ে | ভারত | ২ | ৯.৫ | ৪১ | ৫ | টাই[৩] |
২ | লাসিথ মালিঙ্গা | ১১ জানুয়ারি ২০১২ | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | ১ | ১০ | ৫৪ | ৫ | পরাজিত[৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sri Lanka's surrender in numbers"। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Statistics - Statsguru - One-Day Internationals - Batting records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ 3rd Match (D/N), Standard Bank International One-Day Series at Paarl, Jan 27 1997, CricInfo. Retrieved 2020-03-07.
- ↑ 1st ODI (D/N), Sri Lanka tour of South Africa at Paarl, Jan 11 2012, CricInfo. Retrieved 2020-03-07.
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে বোল্যান্ড পার্ক (ইংরেজি)