বেলছড়ি ইউনিয়ন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন

বেলছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন

বেলছড়ি
ইউনিয়ন
৫নং বেলছড়ি ইউনিয়ন পরিষদ
বেলছড়ি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বেলছড়ি
বেলছড়ি
বেলছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
বেলছড়ি
বেলছড়ি
বাংলাদেশে বেলছড়ি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫′৪৯″ উত্তর ৯১°৫১′৪″ পূর্ব / ২৩.০৯৬৯৪° উত্তর ৯১.৮৫১১১° পূর্ব / 23.09694; 91.85111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
উপজেলামাটিরাঙ্গা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ রহমত উল্লাহ
আয়তন
 • মোট২৪ বর্গকিমি (৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১২,৪২৭
 • জনঘনত্ব৫২০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নামকরণ সম্পাদনা

এক সময়ে এই এলাকাটি প্রচুর বেলের জন্য প্রসিদ্ধ ছিল, যে কারণে এই ইউনিয়নের নাম বেলছড়ি নামকরণ করা হয়।[১]

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

বেলছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ১২,৬৯৬ জন।[২]

গ্রামভিত্তিক জনসংখ্যাঃ-

  • ১নং ওয়ার্ডে ১৪৯১ জন
  • ২নং ওয়ার্ডে ১০৬২ জন
  • ৩নং ওয়ার্ডে ১৩৪৮ জন
  • ৪নং ওয়ার্ডে ১৮৮৪ জন
  • ৫নং ওয়ার্ডে ১৫৭৩ জন
  • ৬নং ওয়ার্ডে ২৩৮৬ জন
  • ৭নং ওয়ার্ডে ৮৫৭ জন
  • ৮নং ওয়ার্ডে ১১৬৮ জন
  • ৯নং ওয়ার্ডে ৯২৭ জন

অবস্থান ও সীমানা সম্পাদনা

মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণাংশে বেলছড়ি ইউনিয়নের অবস্থান। মাটিরাঙ্গা সদর উপজেলা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে এই ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের দক্ষিণে মাটিরাঙ্গা ইউনিয়ন, পূর্বে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন, উত্তরে গোমতি ইউনিয়ন এবং পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বেলছড়ি ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ। বেলছড়ি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা: ৭৫৩২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩৮৭০ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩৬৬২ জন। এই ইউনিয়নে মোট ২,৬৬৮ টি পরিবার ৫১ টি গ্রাম/পাড়া তে বসবাস করে।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

এই ইউনিয়নে কাঁচা রাস্তা ১২ কি.মি., ব্রীজ সলিং: ১৮ কি.মি. , পাঁকা রাস্তা : ১২ কি.মি.। এছাড়া ৪টি ব্রীজ ও ২২ টি কাল্ভারট রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

বেলছড়ি ইউনিয়নের আওতায় তিনটি বাজার রয়েছে। অযোধ্যা বাজার, খেদাছড়া বাজার এবং বেলছড়ি বাজার। [৩]

দর্শনীয় স্থান সম্পাদনা

এ জেলার প্রধান উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল বেলছড়ি সিমান্তবর্তী ফেনী নদী। [৪]

জনপ্রতিনিধি সম্পাদনা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হলেন মোঃ রহমত উল্লাহ। [৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বেলছড়ি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বেলছড়ি ইউনিয়ন"balchariup.khagrachhari.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০১ 
  3. "হাট-বাজারের-তালিকা"। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩ 
  4. "দর্শনীয় স্থান" 
  5. "জনপ্রতিনিধিবৃন্দ"। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা