মাটিরাঙ্গা উপজেলা

খাগড়াছড়ি জেলার একটি উপজেলা

মাটিরাঙ্গা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি মাটিরাঙ্গা উপজেলা হিসেবে ঘোষিত হয় ১৯৮৩ সালে।[]

মাটিরাঙ্গা
উপজেলা
মানচিত্রে মাটিরাঙ্গা উপজেলা
মানচিত্রে মাটিরাঙ্গা উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২′১৮″ উত্তর ৯১°৫২′৪৬″ পূর্ব / ২৩.০৩৮৩৩° উত্তর ৯১.৮৭৯৪৪° পূর্ব / 23.03833; 91.87944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
সরকার
 • উপজেলা চেয়ারম্যানমোহাম্মদ রফিকুল ইসলাম
আয়তন
 • মোট৪৯৫.৪০ বর্গকিমি (১৯১.২৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট১,২৬,৪৭৭
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.২০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৪৬ ৭০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

মাটিরাঙ্গা উপজেলার উত্তরে ও পশ্চিমে ভারতের ত্রিপুরা, দক্ষিণে গুইমারা উপজেলারামগড় উপজেলা, পূর্বে পানছড়ি উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলামহালছড়ি উপজেলা[]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

মাটিরাঙ্গা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

নামকরণের ইতিহাস

সম্পাদনা

জনশ্রুতি আছে যে, মাটিরাঙ্গা উপজেলা'র প্রাণকেন্দ্রে জনবসতি গড়ে উঠার সময়কালে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে ধ্বসে পড়া একটি পাহাড়ের মাটির রং তামাটে লাল দেখে জায়গার নাম “মাটিরাঙ্গা” নামকরণ করা হয়।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা
  • উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ৯ টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৮২ টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮ টি
  • কিন্ডার গার্টেন- ৩ টি
  • শিক্ষার হার- ৪৪.২%।
  • ফেনী নদী
  • গোমতি নদী
  • তৈলাফাং নদী
  • তৈকাতাং নদী
  • ধলিয়া নদী।[]

অর্থনীতি

সম্পাদনা

কৃষি সংক্রান্ত তথ্য

সম্পাদনা
  • মোট জমির পরিমাণ - ২২,৫৩০ হেক্টর
  • নীট ফসলি জমি - ১৭,৩৫০ হেক্টর
  • মোট ফসলী জমি - ৩৫,১৪০ হেক্টর
  • এক ফসলী জমি - ৬৯৩৫.০০ একর
  • দুই ফসলী জমি - ৭৮৯০.০০ একর
  • তিন ফসলী জমি - ৩৯০৪.০০ একর
  • গভীর নলকূপ- ১২২৬ টি
  • অ-গভীর নলকূপ- ২৮৫২ টি
  • শক্তি চালিত পাম্প- ৪৪১ টি
  • ব্লক সংখ্যা- ৪২ টি
  • বাৎসরিক খাদ্য চাহিদা- ৭৬,৩৩৪.০০০ মেট্রিক টন
  • মোট নলকূপ - ৪১৭০ টি

জনপ্রতিনিধি

সম্পাদনা
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[][][][][] রাজনৈতিক দল
২৯৯ পার্বত্য খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগ

উপজেলা পরিষদ ও প্রশাসন

সম্পাদনা
ক্রম নং. পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম
০২ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী[১০]

১৯৬ নং মাটিরাঙ্গা মৌজাসমূহের উল্লেখযোগ্য গ্রামের নামসমূহঃ ১/বাবু পাড়া

২/মংতু চৌধুরীপাড়া ৩/চরপাড়া

৪/মিস্ত্রি পাড়া

৫/হাসপাতাল পাড়া

৬/কাঁঠাল বাগান

৭/চৌধুরী পাড়া

৮/বরজালা

৯/ভূইয়া পাড়া

১০/আর্দশগ্রাম

১১/ওয়াছো মৌজা

১২/মুসলিম পাড়া

১৩/নতুন পাড়া

১৪/নবীনগর

১৫/মাতব্বর পাড়া

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মাটিরাঙ্গা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "মাটিরাঙ্গা উপজেলার নদ-নদী"matriranga.khagrachhari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৫ 
  4. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd 
  5. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  6. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  7. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  8. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  9. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  10. "উপজেলা নির্বাহী অফিসারগণের কার্যকাল"matriranga.khagrachhari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা