বেরুবাড়ী ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন

৪নং বেরুবাড়ী ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]

বেরুবাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
৪নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন১৪টি
আয়তন
 • মোট২০.৭২ বর্গকিমি (৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২১,৬৪৫
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ ও ইতিহাস সম্পাদনা

বেরুবাড়ী গ্রাম ও মৌজার নামানুসারে এ ইউনিয়ানের নাম রাখা হয় বেরুবাড়ী ইউনিয়ন। এ ইউনিয়ন পরিষদটি ১৯৪৭ সালে চালু হয়। প্রথম পঞ্চায়েত ছিল মহামতি কালাম উদ্দিন ফকির।[২]

অবস্থান সম্পাদনা

পূর্বেঃ বল্লভের খাস, পশ্চিমেঃ নাগেশ্বরী পৌরসভা, উত্তেরঃ বামনডাঙ্গা, দক্ষিনেঃ কালিগঞ্জ ইউপি৷ কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হইতে সোজা পূর্বদিকে বেরুবাড়ী বাজার সংলগ্ন এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে।[২]

সাধারণ তথ্য সম্পাদনা

  • মৌজা-৩টি
  • গ্রাম - ২১টি, তন্মধ্যে-বেরুবাড়ী, সাতানী, মওয়ামারী, গাছপাড়ী, শালমারা, টুপামারী, বালিয়ারকুটি, চররহমানেরকুটি, চরবেরুবাড়ী, চিলমারী, নকুলারপাড়, খেলারভিটা, খামারনকুলা, নতুনচর, বামনের ভিটা, ইসলামপুর।
  • হাট বাজার - ২টি,
  • মসজিদ- ৬৫ টি।
  • মন্দির- ৪ টি।
  • ক্লিনিক- ৩ টি।
  • আশ্রয় কেন্দ্র- ৪ টি৷
  • পেশাজীবি সংগঠন-৬টি
  • সাংস্কৃতিক সংগঠন-৩টি।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • মাধ্যমিক-৪টি
  • প্রাইমারি-১৩টি
  • মাদরাসা-৩টি।[২]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বেরুবাড়ী ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার কেরামতিয়া বহু মুখী উচ্চ বিদ্যালয় রোডের পূর্বে প্রায় ৫ কি.মি. দূরে অবস্থিত । নাগেশ্বরী উপজেলা সদর থেকে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-

  1. উপজেলা সদর থেকে রিক্সা, অটোরিক্সা ও টেম্পু যোগে -১০/-(দশ) টাকা।
  2. বেরুবাড়ী বাজার থেকে খেলারভিটা- খামারনকুলা অটোরিক্সা যোগে ২৫(পচিশ) টাকা।
  3. বেরুবাড়ী বাজার থেকে শালমারা ওয়াপদা বাজার অটোরিক্সা যোগে ২০/৩০ টাকা।
  4. বেরুবাড়ী বাজার হতে চরবেরুবাড়ী অটোরিক্সা যোগে ১৫/২০ টাকা।[২]

জমি সম্পাদনা

  • এক ফসলীঃ ২২০০.১০ একর
  • দুই ফসলীঃ ৮৫০.০০ একর
  • তিন ফসলীঃ ৪০০.০০ একর
  • পতিতঃ ৪৭০.০০ একর
  • খাস বালুঃ ১১৯৯.৯৬ একর।[২]

নদ-নদী ও বিল সম্পাদনা

এই ইউনিয়নে একটি মাত্র নদী তার নাম দুধকুমার নদী । এই দুধকুমার নদীর কড়াল গ্রাসে প্রতি বছর হাজার বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়


দর্শনীয় সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উপজেলা, নাগেশ্বরী। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১ 
  2. ইউনিয়ন, বেরুবাড়ী (২৯ জুলাই ২০২১)। "বেরুবাড়ী ইউনিয়ন"বেরুবাড়ী ইউনিয়ন। ২৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১