বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ
বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ (পূর্বনাম: বেগম হামিদা সিদ্দিক কলেজিয়েট স্কুল[১]) কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামে অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।[৫] ১৯৯৫ সালে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক প্রতিষ্ঠানটি স্থাপন করেন। প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত।[২][৪] ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে।[৩]
বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ | |
---|---|
অবস্থান | |
৭০০২ | |
স্থানাঙ্ক | ২৩°৫১′২৭″ উত্তর ৮৯°০৭′০৬″ পূর্ব / ২৩.৮৫৭৩৯৫৫° উত্তর ৮৯.১১৮৩০৮৯° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম |
|
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫ |
প্রতিষ্ঠাতা | কামরুল ইসলাম সিদ্দিক |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড[২] ও কারিগরি শিক্ষা বোর্ড[৩] |
বিদ্যালয় জেলা | কুষ্টিয়া জেলা |
কর্তৃপক্ষ | সিদ্দিক ফাউন্ডেশন |
কলেজ কোড | ২৭০১১[৪] (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) |
ইআইআইএন | ১১৭৭৫৪ |
অধ্যক্ষ | শরিফুল ইসলাম |
সহকারী প্রধান শিক্ষক | রোকেয়া খাতুন |
শ্রেণি | ৬ষ্ঠ-১২শ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসসমূহ | ১টি |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
ওয়েবসাইট | begumhamidasiddiquecollegiateschool |
কলেজ শাখা চালুর পূর্বের একটি স্মৃতি ফলক |
অবস্থান
সম্পাদনাপ্রতিষ্ঠানটি কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামের পূর্ব প্রান্তে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে বিদ্যালয়টি দুরত্ব ৬.৭ কিলোমিটার।
ইতিহাস
সম্পাদনাঅত্র অঞ্চলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিলনা। শিক্ষার জন্য এই অঞ্চলের সকলেকেই জগতি মাধ্যমিক বিদ্যালয়ের উপর নির্ভরশীল হতে হতো। ১৯৯৫ সালে গ্রামীণ অবকাঠামোর রূপকার কামরুল ইসলাম সিদ্দিক শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত করেন। তিনি তার মরহুম মাতা বেগম হামিদা সিদ্দিক-এর নামে শিক্ষাপ্রতিষ্ঠানটির নামকরণ করেন।[৫] পূর্বে প্রতিষ্ঠানটির নাম বেগম হামিদা সিদ্দিক কলেজিয়েট স্কুল ছিল। ২০১৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে।[১]
অবকাঠামো
সম্পাদনাপ্রতিষ্ঠানটিতে ১টি চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও টিনশেডের ভবন রয়েছে। এছাড়াও ২টি খেলার মাঠ, একটি শহীদ মিনার, একটি পানির কুপ রয়েছে। একাডেমিক ভবনের পূর্ব দিকে একটি শান বাঁধানো পুকুর রয়েছে।
চিত্রশালা
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন বেগম হামিদা সিদ্দিক কলেজিয়েট স্কুলের নাম সংশোধন করা সংক্রান্ত" (পিডিএফ)। শিক্ষা মন্ত্রণালয়। ২০২২-১২-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৭।
- ↑ ক খ "বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ, ইআইআইএন - ১১৭৭৫৪"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২।
- ↑ ক খ "List of SSC Vocational"। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২।
- ↑ ক খ "বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২।
- ↑ ক খ এস.এম. জামাল, কুষ্টিয়া প্রতিনিধি (২০২৪-০৫-২৩)। "কুষ্টিয়ায় বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান"। মেহেরপুর প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২।