করতলব খান মসজিদ
করতলব খান মসজিদ বাংলাদেশের পুরান ঢাকার বেগম বাজার এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি নওয়াব দেওয়ান মুর্শিদ কুলি খান কর্তৃক নির্মিত হয়েছিল। এটি ঢাকা শহরের আধুনিক কারাগারের পাশে অবস্থিত।
কর্তালাব খান মসজিদ | |
---|---|
![]() কর্তালাব খান মসজিদ | |
স্থানাঙ্ক: ২৩°৪৩′০১″ উত্তর ৯০°২৩′৫৫″ পূর্ব / ২৩.৭১৬৯° উত্তর ৯০.৩৯৮৬° পূর্ব | |
অবস্থান | বেগমবাজার, ঢাকা |
প্রতিষ্ঠিত | ১৭০১-১৭০৪ |
স্থাপত্য তথ্য | |
নির্মাতা | দেওয়ান মুর্শিদ কুলি |
ধরন | মুঘল স্থাপত্য |
গম্বুজ | ৫[১] |
ভবনের উপকরণ | ইট, বালি, চুন |
ইতিহাসসম্পাদনা
১৭০১-১৭০৪ সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন এবং দেওয়ান মুর্শিদ কুলি খানের নামে এর নাম করণ করা হয়, তিনি কর্তালাব খান নামে পরিচিত ছিলেন। স্থানীয়রা মসজিদটিকে বেগমবাজার মসজিদ নামে চেনে।
১৭৭৭ সালে তৎকালীন নায়েব-ই-নাজিম শরফরাজ খানের কন্যা বেগম বাজারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। স্থানীয় এলাকা 'বেগমবাজার' এবং মসজিদের নাম তার নাম থেকে উৎপন্ন হয়। বাংলায় এই ধরনের একমাত্র পরিচিত উদাহরণ যা 'বাওলি' উত্তর ভারতীয় বা ডেকান বংশোদ্ভূত বলে বিবেচিত হয়, পরবর্তী সম্ভাবনাটি আরও বেশি যেহেতু এর নির্মাতা ঢাকায় আসার আগে ডেকানে ছিলেন।[২][৩]
অবস্থানসম্পাদনা
এ মসজিদটি পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত।
স্থাপত্যশৈলীসম্পাদনা
পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি উঁচু ভিত্তির উপর নির্মাণ করা হয়। [৪]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Kartalab Khan Mosque"। ARCHNET। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭।
- ↑ "Kartalab Khan Mosque"। Archnet। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।
- ↑ Shamsuzzoha, A. T. M.; Islam, Hamidul (২০১১)। "Structure, decoration and materials: Mughal Mosques of medieval Dhaka"। Journal of the Bangladesh Association of Young Researchers (ইংরেজি ভাষায়)। 1 (1): 93–107। আইএসএসএন 2220-119X। ডিওআই:10.3329/jbayr.v1i1.6841।
- ↑ এ. টি. এম শামসুজ্জোহা; হামিদুল ইসলাম। "গঠন,সজ্জা এবং উপকরণ:মধ্যযুগীয় ঢাকার মুঘল মসজিদ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭।