বুধবারী বাজার ইউনিয়ন

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

বুধবারী বাজার ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

বুধবারী বাজার
ইউনিয়ন
৫নং বুধবারী বাজার ইউনিয়ন
বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ ভবন
বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ ভবন
বুধবারী বাজার সিলেট বিভাগ-এ অবস্থিত
বুধবারী বাজার
বুধবারী বাজার
বুধবারী বাজার বাংলাদেশ-এ অবস্থিত
বুধবারী বাজার
বুধবারী বাজার
বাংলাদেশে বুধবারী বাজার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৯′২৭.৯৯৮″ উত্তর ৯২°৫′৩.৯৯৮″ পূর্ব / ২৪.৮২৪৪৪৩৮৯° উত্তর ৯২.০৮৪৪৪৩৮৯° পূর্ব / 24.82444389; 92.08444389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোলাপগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১,১৩৬ হেক্টর (২,৮০৭ একর)
জনসংখ্যা
 • মোট১৭,২৬৭
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.২৪ % [১]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮ ২০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

পূর্ব পাশে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা, তিলপাড়া ইউনিয়ন অবস্থিত। উত্তর পাশে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়ন অবস্থিত। পশ্চিম পাশে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী অবস্থিত।[১]

ইউনিয়নের গ্রামসমূহ সম্পাদনা

গ্রামের তালিকা
ক্রম নং গ্রামের নাম
০১ কটলীপাড়া
০২ কোনাগ্রাম
০৩ করগ্রাম
০৪ আওই
০৫ হাজীপুর
০৬ বানীগ্রাম
০৭ বহরগ্রাম
০৮ ছত্রিশ
০৯ কালিজুরী
১০ বাগিরঘাট
১১ বনগ্রাম
১২ কালিডহর
১৩ বানীগাজী
১৪ চন্দরপুর
১৫ লামাচন্দরপুর
১৬ বৈঠাখাই

ইতিহাস সম্পাদনা

১৯৬৭ সালে আমুড়া ইউনিয়ন পরিষদটি কুশিয়ারার দুই ভাগে বিভক্ত হয়ে পূর্ব আমুড়া, পশ্চিম আমুড়া নামে দুইটি ইউনিয়নে আত্ম প্রকাশ করে।এর পর অত্র পূর্ব আমুড়া ইউনিয়নটি বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৭ ইং সনে ০৫নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নামে নাম পরিবর্তন হয়। অত্র ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ড কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। [১][৩]

নামকরণ সম্পাদনা

পূর্বে এর নাম ছিলো পূর্ব আমুড়া ইউনিয়ন। পরে এর অবস্থান বুধবারী বাজারে হওয়ায়, এর নাম হয় বুধবারী বাজার ইউনিয়ন

জনসংখ্যা সম্পাদনা

মোট জনসংখ্যা = ২২৫৯৯ জন। পুরুষ- ১০৮৯১ জন,মহিলা- ১১৭০৮ জন।[১]

ভাষা ও সংস্কৃতি সম্পাদনা

ভাষাও সংস্কৃতি ভাষা নিয়ত পরিবর্তনশীল এবং ভাষার পরিবর্তন হয় এলাকা ভিত্তিকএবং দুরুত্বের উপর নির্ভর করে। সে হিসাবে সিলেটিদের মুখের ভাষা প্রকৃতবাংলা ভাষা হতে বেশ খানিকটা দুরে। সিলেট ঐতিহাসিক ভাবেই আলাদা ভাষা এবংআলাদা সংস্কৃতি ধারণ ও লালন করে আসছে।

এ ইউনিয়নের ভাষা

ধর্ম সম্পাদনা

এ ইউনিয়নের ধর্ম

  ইসলাম (১০০%)

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ হতে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে বুধবারী বাজার নামক বাজারে এ ইউনিয়ন পরিষদ অবস্থিত। উপজেলা পরিষদ হতে সি.এন.জি, অটোরিক্সা করে চন্দরপুর ব্রিজে এসে চন্দরপুর বাজার থেকে রিক্সা বা যেকোনো বাহনযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়া যায়। অন্যদিকে উপজেলা পরিষদ হতে শিকপুর ফেরীঘাটে নেমে তারপর নৌকায় করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়া যায়। [১]

 
সিলেটের ঐতিহাসিক কুশিয়ারা নদী

হাট-বাজার সম্পাদনা

  1. বুধবারী বাজার,
  2. চন্দরপুর বাজার,
  3. বহরগ্রাম বাজার,
  4. বানীগ্রাম বাজার।[১][৩]

খাল ও নদী সম্পাদনা

ইউনিয়নের পশ্চিম সীমানা দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী, এই নদীর তীরে ইউনিয়নের নয়টি ওয়ার্ড অবস্থিত। এ ছাড়া ইউনিযনের মধ্যে বেশ কয়েকটি খাল অবস্থিত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চন্দরপুর গোলারখাল, বনগ্রাম মখন খাল, ২নং বাগিরঘাট খাল, ১নং বাগিরঘাট খাল, কালিজুরী খাল। [১]

আয়তন সম্পাদনা

০.০৩ বর্গকিলোমিটার[৪]

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হারঃ- ৯০.২৪ % [১]

  • প্রাথমিক বিদ্যালয়েরঃ ১৬ টি;
  • মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৩ টি;
  • মাদ্রাসার সংখ্যাঃ কওমী- ০৬টি;
পুরুষ মাদ্রাসা:- ৪টি।  মহিলা মাদ্রাসা:- ২টি।
  • কলেজ = ০২ টি। [৫]

কলেজ(ডিগ্রি) সম্পাদনা

  1. আল-এমদাদ ডিগ্রি কলেজ;[৫]

উচ্চ বিদ্যালয় ও কলেজ সম্পাদনা

  1. বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ;

উচ্চ বিদ্যালয় সম্পাদনা

  1. বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়;
  2. আল-এমদাদ উচ্চ বিদ্যালয়;[৫]

প্রাথমিক বিদ্যালয় সম্পাদনা

  1. বহরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়
  2. জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়
  3. কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  4. বাগিরঘাট ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
  5. বাগিরঘাট ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
  6. কে কে সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  7. চন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  8. বনগ্রাম কালিডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  9. বানিগাজী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
  10. লামাচন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মাদ্রাসা সম্পাদনা

  1. জামেয়া মাদানিয়া কটলিপাড়া মহিলা মাদ্রাসা;
  2. জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার;
  3. জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসা;
  4. জামিয়া ইসলামীয়া হাফিজিয়া বৃহত্তর বানীগ্রাম মাদ্রাসা;
  5. বনগাঁও ইসলামী একাডেমি এন্ড বালিকা মাদ্রাসা;
  6. জামেয়া মাদানীয়া দারুল উলুম বৃহত্তর চন্দরপুর;

স্বাস্থ্যকেন্দ্র সম্পাদনা

স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা মোট ১টিঃ

১। বুধবারী বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

সামাজিক প্রতিষ্ঠান সম্পাদনা

  ১। কালিজুরী প্রভাতী সংঘ।
  ২। বাগিরঘাট যুব সংঘ।
  ৩। ইসলাহুল মুসলিমীন পরিষদ।
  ৪। কালিজুরী ইসলামীক সোসাইটি।
  ৫। খাদিমুল কুরআন পরিষদ বৃহত্তর চন্দরপুর।

অর্থনৈতিক অবস্থা সম্পাদনা

এই ইউনিয়নটি মূলত কৃষি নির্ভর ইউনিয়ন। ইউনিয়নের তিন ভাগের এক ভাগ কৃষির উপর নির্ভর করে। বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে ( ইউরোপ,আমেরিকা,মধ্যপ্রাচ্য ) কাজ করেন। এটি একটি ধনী ইউনিয়ন।

দর্শনীয় স্থান সম্পাদনা

  1. চন্দরপুর সুনামপুর ব্রিজ।
  2. কুশিয়ারা নদী
  3. আল এমদাদ ডিগ্রী কলেজ।
  4. জামেয়া ইসলামীয়া বুধবারী বাজার
  5. বালু চর (বনগাও,কালিডহর)
  6. স্লুইস গেইট (কালিজুরী)
  7. জামেয়া ইসলামিয়া বহরগ্রাম।
  8. বহরগ্রাম ফেরিঘাট

ঈদগাহ সম্পাদনা

#  বানীগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ।
#  বহরগ্রাম ঈদগাহ।
#  কালিজুরী মোহাম্মদিয়া ঈদগাহ।
#  বাগিরঘাট শাহী ঈদগাহ।
#  বনগ্রাম-কালিডহর শাহী ঈগাহ।
#  চন্দরপুর শাহী ঈদগাহ।
#  লামা চন্দরপুর শাহী ঈদগাহ।
#  কালিজুরী দক্ষিণ মহল্লা জামে মসজিদ ঈদগাহ।

ইউনিয়নের চেয়ারম্যান সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: মো: হেলাল উদ্দিন

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ জনাব মো: ইদ্রীস আলী ১৯৬২ হতে ১৯৬৭ সাল পর্যন্ত
০২ জনাব মো: আব্দুল আজিজ খাঁন
০৩ জনাব মো: সিরাজ উদ্দিন আহমদ (মনোনীত) ১৫/০৫/১৯৭২ হতে ৩০/০৬/১৯৭৪ সাল পর্যন্ত
০৪ জনাব মো: লুৎফুর রহমান ০১/০৭/১৯৭৪ হতে ২৭/০২/১৯৭৭ সাল পর্যন্ত
০৫ জনাব মো: মিছবাহ উদ্দিন আহমদ ১৪/০৮/১৯৮২ হতে ১৪/০৮/১৯৮২ সাল পর্যন্ত
০৬ জনাব মো: আজমল আলী (ভারপ্রাপ্ত) ১৫/০৮/১৯৮২ হতে ২৩/০২/১৯৮৪ সাল পর্যন্ত
০৭ জনাব মো: আখলাকুর রহমান চৌধুরী ২৪/০২/১৯৮৪ হতে ৩০/০৬/১৯৮৮ সাল পর্যন্ত
০৮ জনাব মো: গিয়াস উদ্দিন ০১/০৭/১৯৮৮ হতে ২৮/০২/১৯৯৩ সাল পর্যন্ত
০৯ জনাব মো: আনোয়ার হোসেন ০১/০৩/১৯৯৩ হতে ১০/১১/১৯৯৩ সাল পর্যন্ত
১০ জনাব মো: মঈন উদ্দিন (ভারপ্রাপ্ত) ০১/১২/১৯৯৩ হতে ০৯/০২/১৯৯৭ সাল পর্যন্ত
১১ জনাব মো: আতাউর রহমান ১০/০২/১৯৯৮ হতে ১৭/০৩/২০০৩ সাল পর্যন্ত
১২ জনাব মো: শরিফ উদ্দিন ১৮/০৩/২০০৩ হতে ০৯/০৩/২০০৭ সাল পর্যন্ত
১৩ জনাব মো: বাহার উদ্দিন (ভারপ্রাপ্ত) ১০/০৫/২০০৭ হতে ০৭/০৬/২০০৭ সাল পর্যন্ত
১৪ জনাব মো: শরিফ উদ্দিন ০৮/০৬/২০০৭ হতে ২৩/০৮/২০১১ সাল পর্যন্ত
১৫ জনাব ফখরুল ইসলাম ২৪/০৮/২০১১ হতে ২৩/০৮/২০১৬ সাল পর্যন্ত
১৬ জনাব মো: মস্তাব উদ্দিন (কামাল) ২৪/০৮/২০১৬ হতে ৩০/০৯/২০২১ সাল পর্যন্ত
১৭ জনাব মো: ফখরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ০১/১০/২০২১ হতে ৩১/১২/২০২১ সাল পর্যন্ত
১৮ জনাব মো: মস্তাব উদ্দিন (কামাল) ০১/০১/২০২২ হতে ৩১/০৭/২০২২ সাল পর্যন্ত
১৯ জনাব মো: হেলাল উদ্দিন বর্তমান চেয়ারম্যান ৩১/০৭/২০২২ হতে চলমান

ইউনিয়নের মেম্বার সম্পাদনা

বর্তমান মেম্বার তালিকা:
মেম্বারের তালিকা
ক্রম নং মেম্বারের নাম ওয়ার্ড নং
০১ এনাম উদ্দিন ০১
০২ মোঃ হেলাল উদ্দিন খাঁন ০২
০৩ মোঃ সামছুল আলম কয়েছ ০৩
০৪ মোঃ আতিকুর রহমান ০৪
০৫ মোঃ আবুল কাশেম ০৫
০৬ মোঃ জাহেদুর রহমান মৌলা ০৬
০৭ মোঃ উস্তার আলী ০৭
০৮ সালমান কাদের ০৮
০৯ মোঃ হাবীবুর রহমান সারুক ০৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. বুধবারী বাজার ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  2. বুধবারী বাজার ইউনিয়ন, বাংলাপিডিয়া
  3. গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
  4. "বুধবারী বাজার ইউনিয়ন [[বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন]]"। ১১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯ 
  5. "অফিসিয়াল ওয়েব সাইট [[আল-এমদাদ ডিগ্রি কলেজ]]"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা