বিষ্ণু খারঘরীয়া
ভারতীয় অভিনেতা
বিষ্ণু খারঘরীয়া (ইংরেজি: Bishnu Khargharia; অসমীয়া: বিষ্ণু খারঘরীয়া) অসমের চলচ্চিত্র জগতের একজন প্রসিদ্ধ অভিনেতা। বর্তমানে তিনি বহুসংখ্যক অসমীয়া চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন।
বিষ্ণু খারঘরীয়া | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
অসমীয়া চলচ্চিত্রে বিষ্ণু খােঘরীয়া
সম্পাদনা- বৃষ্টি (১৯৭৪)
- সন্ধ্যারাগ (১৯৭৪)
- কল্লোল (১৯৭৮)
- বনানী (চলচ্চিত্র) (১৯৯০)
- ফিরিঙতি (১৯৯২)
- বিধাতা
- আই কোত নাই
- জীবন তৃষ্ণা
- রামধেনু (২০১১)
- বসুন্ধরা (২০১০)
- জাতিঙ্গা ইত্যাদি
- পখী
- সাগরলৈ বহু দূর (১৯৯৫)
- জয়মতী (২০০৬)
- কণিকার রামধেনু
- জেতুকা পাতর দরে (২০১১)
- অদাহ্য
- বান্ধোন (২০১২)
- বরলার ঘর
- আজান ফকীর সাহেব
- দমন (২০০১)[১]
- অন্তহীন যাত্রা (২০০৪)