রামধেনু (অসমীয়া: ৰামধেনু) হল আসাম থেকে প্রচারিত একটি টিভি চ্যানেল। এটি ১ অক্টোবর ২০১১ সালে চালু করা হয়। এটি আসামের গুয়াহাটিতে অবস্থিত প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেডের একটি অংশ। এটি উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট সঙ্গীত টিভি চ্যানেল।[১] চ্যানেলটি সম্প্রতিক সঙ্গীত ভিডিও প্রচার করে থাকে। চ্যানেলটি অসমীয়া ছাড়াও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন ভাষার সঙ্গীত ভিডিও সম্প্রচার করে থাকে।

রামধেনু
উদ্বোধন১ অক্টোবর ২০১১; ১২ বছর আগে (2011-10-01)
মালিকানাপ্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেড
চিত্রের বিন্যাস৪৮০আই (এসডিটিভি)
স্লোগানকালার্স অফ মিউজিক (সঙ্গীতের রং)
দেশভারত
ভাষাঅসমীয়া
প্রধান কার্যালয়গুয়াহাটি, আসাম, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
নিউজ লাইভ
রং
নর্থ ইস্ট লাইভ
ইন্দ্রধনু
ওয়েবসাইটwww.ramdhenutv.org
টাটা স্কাই (ভারত)চ্যানেল ১৯৬৪
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত)চ্যানেল ৬২৭
ডিশ টিভি (ভারত)চ্যানেল ১৫১৫

অনুষ্ঠানমালা সম্পাদনা

  • রামধেনু ৪জি
  • বিট বক্স-কেরল গীত
  • রামধেনু হিটজ
  • নাইট রাইডার্স
  • রামধেনু প্লেলিস্ট
  • জাস্ট রিলিজড

তথ্যসূত্র সম্পাদনা

  1. Satellite music channel 'RAMDHENU' launched ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ ডিসেম্বর ২০১১ তারিখে; সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১১