বনানী (চলচ্চিত্র)
বনানী (The Forest) হচ্ছে জাহ্নু বরুয়া পরিচালিত একটি অসমীয়া চলচ্চিত্র। ১৯৯০ সালে মুক্তিলাভ করা ছায়াছবিটিতে অভিনয় করে বিষ্ণু খারঘরীয়া, মৃদুলা বরুয়া, সুশীল গোস্বামী, মনামী বেজবরুয়া ইত্যাদি। সঙ্গীত পরিচালনা সত্য বরুয়া এবং প্রশান্ত বরদলৈর।[১] ছায়াছবিটির কাহিনী পরিবেশ সুরক্ষা সম্পর্কে এবং এটি পরিবেশ সম্পর্কিত শ্রেষ্ঠ ছায়াছবির বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
বনানী (The Forest) | |
---|---|
পরিচালক | জাহ্নু বরুয়া |
প্রযোজক | ডলফিন ফিল্মস্ প্রাইভেট লিমিটেড |
রচয়িতা | সুশীল গোস্বামী জাহ্নু বরুয়া |
চিত্রনাট্যকার | জাহ্নু বরুয়া |
শ্রেষ্ঠাংশে | বিষ্ণু খারঘরীয়া মৃদুলা বরুয়া সুশীল গোস্বামী মনামী বেজবরুয়া |
সুরকার | সত্য বরুয়া প্রশান্ত বরদলৈ |
চিত্রগ্রাহক | অনুপ জোটবানী |
সম্পাদক | হিউয়েন বরা |
প্রযোজনা কোম্পানি | পূর্বাঞ্চল ফিল্ম কোঅপারেটিভ সোসাইটী |
পরিবেশক | ডলফিন ফিল্মস্ প্রাইভেট লিমিটেড |
মুক্তি | ১৯৯০ |
স্থিতিকাল | ১০৮ মিনিট |
দেশ | ভারত ![]() |
ভাষা | অসমীয়া |
কাহিনী
সম্পাদনাজনজাতীয় লোকদের হয়ে একজন বন আধিকারিক অবৈধ কাঠ ব্যবসায়ী এবং ঠিকাদারের সম্মুখে বাধা হিসাবে গড়ে ওঠেন। তাঁর এমন কার্যকলাপের ফলে তাঁর কর্মস্থান বারবার বদল হতে থাকে। তাঁর পত্নী তাঁর রুগ্ন সন্তানকে দেখাশুনা করতে এঠাইত স্থায়ীভাবে সংস্থাপন হবে বিচারে। কালক্রমে তিনিও তাঁর স্বামীর পক্ষে এই যুদ্ধে অবতীর্ণ হন। [১]
অভিনয়ত
সম্পাদনা- বিষ্ণু খারঘরীয়া
- মৃদুলা বরুয়া
- সুশীল গোস্বামী
- গোলাপ দত্ত
- লক্ষ্মী সিনহা
- মুনিন শর্মা
- জ্যোতি ভট্টাচার্য
- শশাঙ্ক শেব ফুকন
পুরস্কার
সম্পাদনা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার – পরিবেশ সম্পর্কিত শ্রেষ্ঠ ছায়াছবি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Banani – 1986 – Assamese film"। Chaosmag। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা- ডলফিন ফিল্মস্
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বনানী (ইংরেজি)