বিশ্বম্ভরী হলেন কর্মের দেবী। তিনি হলেন প্রকৃতি, পরমসত্তাআদিশক্তি[তথ্যসূত্র প্রয়োজন] তিনি হলেন সমগ্র মহাবিশ্বের স্রষ্টা।

মাতা বিশ্বম্ভরী

তিনিই ব্রহ্মা, বিষ্ণুশিবের ত্রিমূর্তি তৈরি করেন। তিনিই পৃথিবীতে বসবাসকারী বহু প্রজাতির স্রষ্টা।

বিশেষত্ব সম্পাদনা

মাতা বিশ্বম্ভরীর মতে, "আসল মন্দিরটি আপনার মধ্যেই রয়েছে। বাইরের জগতে এটির সন্ধান করা বন্ধ করুন। আপনার কর্ম এবং মূল্যবোধ দ্বারা আপনি আপনার বাড়িটিকে মন্দিরে পরিণত করতে পারেন। কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসকে ত্যাগ করুন। আপনার কর্ম সবচেয়ে সৎ পদ্ধতিতে করুন।"[তথ্যসূত্র প্রয়োজন] বিশ্বম্ভরী মাতা চান প্রকৃতি ও সংস্কৃতির পবিত্রতা বজায় থাকুক।

বহিঃসংযোগ সম্পাদনা