আলাপ:বাংলাদেশের স্বাধীনতার ঘোষক

সাম্প্রতিক মন্তব্য: Wiki N Islam কর্তৃক ২ বছর পূর্বে "নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ" অনুচ্ছেদে

প্রচুর সমস্যা সম্পাদনা

@Aziz Tarak.: নিবন্ধটির আগাগোড়া bdnewsnet.com/bangla/সম্পাদকীয়/স্বাধিনতার-ঘোষণা-মুজিব-জ/ থেকে অনুলিপি করা। এতে প্রচুন বানান ভুল রয়েছে, বাংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। উইকিশৈলী মানা হয়নি। ভাষার ভঙ্গি নিরপেক্ষ নয়। যথেষ্ট তথ্যসূত্র নেই। শুধুমাত্র একটি নথির উপর ভিত্তি করে লেখা। দয়া করে এই সমস্ত সমস্যা ঠিক করে নিবন্ধটি পুনঃলিখুন। --আফতাব (আলাপ) ২২:৩৮, ২৭ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: আশা করি ভাল আছেন । আপনার সচেতন মতামতের জন্য ধন্যবাদ । হ্যা নিবন্ধটিতে অনেক সমস্যা রয়েছে । বানান ভূল এবং তথ্য সূত্রের সীমাবদ্ধতা আছে । আমি বানান গুলো সংশোধন করার চেষ্টা করব । উল্লেখিত লিঙ্কটি থেকে নিবন্ধটি সম্পূর্ণ অনুলিপি করা হয় নি , যদিও লেখাটি ক্রিয়েটিভ কমন্সের নিতিতে ছাড়া হয়েছে । আর সম্পূর্ণ নিবন্ধটি মুলত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নথি ঘেটে লেখা হয়েছে এবং তথ্য সুত্র দেওয়া হয়েছে । বাংলা অনুবাদগুলো নেওয়া হয়েছে bdnewsnet.com/bangla/সম্পাদকীয়/স্বাধিনতার-ঘোষণা-মুজিব-জ/ থেকে । সার্বিকভাবে বিষয়বস্তুর বৃহত্তর প্রেক্ষাপট অনুযায়ী এখানে হয়ত আরো অনেক দৃষ্টিভঙ্গি থাকতে পাড়ে । আমি নিবন্ধটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরার চেষ্টা করব । মুলত দেশ ও জাতীর প্রতি দায়বদ্ধতা থেকে আমার এই নিবন্ধের শুরু করা । আশা করি অচিরেই নিবন্ধটি পূর্ণ রুপে নিয়ে আসতে পারব আরো ৬০% কাজ এখনো বাকি আছে হয়ত । ভবিষ্যতে আপনার এইরূপ গঠনমূলক মতামত আশা করছি । ভাল থাকবেন Aziz Tarak. (আলাপ)

ধন্যবাদ। Atikengwiki32 (আলাপ) ১৬:৩৩, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঘোষক কে? সম্পাদনা

আমার মনে হচ্ছে এ-ই নিবন্ধটি সম্পুর্ন সঠিক নয়। আবার তিনি শেখ মুজিবুর রহমানের ভাষনে জয় পাকিস্তান কোথায় পেলেন তা স্পষ্ট নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করা ভাষণের কোনো অংশে জয় পাকিস্তান শব্দটি নেই বা রেকর্ড করা অথবা কোনো ভিডিও ক্লিপে এ উক্তিটি নেই। আবার ৭ই মার্চের ভাষণে স্পষ্ট করেই তিনি স্বাধিনতার ডাক দিয়েছিলেন। জিয়াউর রহমান ২৭ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন। কিন্তু তার আগে ২৬মার্চ একই বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা করেন। তাহলে আমরা কি এম এ হান্নানকে স্বাধীনতার ঘোষক বলব? Towsif Ahmmed Sohan (আলাপ) ১০:৫৬, ৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য। নিবন্ধটিতে ভয়ানক ধোকাবাজি হয়েছে। আমি প্রশাসকদের কেউ দ্রুত পদক্ষেপ নিবেন। -- Nasrin (আলাপ) ১৭:১০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি সম্পূর্ণ পক্ষপাতমূলক এবং বিতর্কিত তথ্য দিয়ে ঠাসা। শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলেছেন এই তথ্যটি কোনমতেই সত্যি নয়। এবং এর উল্লেখকারী লেখক এ কে খন্দকার একে ভুল তথ্য বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। স্বাধীনতার ঘোষক বিতর্কের অবসান হচ্ছে এবং এ ধরনের নিবন্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সামরিক অফিসার কর্তৃক একটি রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। তবুও শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ অনেকেই করেছেন। ৭ই মার্চের ঘোষণায় নিঃসন্দেহে ১০ লক্ষ মানুষকে স্বাধীনতার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আর তা বাস্তব রুপ ধারণ করে ২৬শে মার্চ প্রথম প্রহরে মুজিবের ঘোষণার পর। কিন্তু এই নিবন্ধটিতে ২৬ শে মার্চ প্রথম প্রহরের ঘোষণাটিই নেই যা বর্তমানে গ্রহণযোগ্য এবং সংবিধানে অন্তর্ভুক্ত। বরং রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দাবীকৃত ঘোষকের নাম যারা কেবল মুজিবের নামে ঘোষণা পাঠ করেছে; ঘোষণা করেনি। যাকে বা যাদের ঘোষক দাবি করা হয় তারা নিজেরাই কখনো নিজেদের অন্তত ‘ঘোষক’ দাবি করেনি। এই বিভ্রান্তিকর নিবন্ধটির সংশোধন অপরিহার্য। Symoum Syfullah Priyo (আলাপ) ০৫:৩২, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি সম্মানিত প্রশাসক ও সম্পাদকমণ্ডলীদেরকে এ নিবন্ধটি অনতিবিলম্বে সম্পাদনা করতে অনুরোধ করছি। কারণ এ নিবন্ধ থেকে ভুল তথ্য ছড়াতে পারে। যারা এ নিবন্ধ যারা দেখবে তাদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি বিরাট বড় ভুল ধারণা ছড়াবে যা বঙ্গবন্ধুর ব্যাক্তিত্বের প্রতিও প্রশ্ন থেকে যাবে। যা কারো জন্যই সুখকর নয়। Towsif Ahmmed Sohan (আলাপ) ০৬:২৫, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনেক পরিমার্জিত করে পূর্ববর্তী বিভ্রান্তিকর তথ্যগুলো অপসারণ করা হয়েছে। Symoum Syfullah Priyo (আলাপ) ১৬:৪৭, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটিতে জিয়াউর রহমানের জীবদ্দশার কোনো তথ্য যোগ করা হয় নাই। সম্পাদনা

আমার মনে হয়, নিবন্ধটির অধিকাংশ তথ্যই জিয়াউর রহমানকে নির্দেশ করে, অথচ সকল তথ্যই জিয়াউর রহমানের মৃত্যুর পরের ঘটনাকে নির্দেশ করে (যেমন- ২০০৮ সালে সুপ্রিম কোর্টের রায়, বিএনপির রাজনৈতিক মতাদর্শ)। জিয়াউর রহমান তার জীবদ্দশায় বা ক্ষমতায় থাকাকালীন সময়ে বলে গেছেন, এমন কোনো তথ্য এখানে সংযোজিত হয় নি। অনুগ্রহ করে এধরনের তথ্য সংযোজন করে নিবন্ধটির মান উন্নত করুন। Meena Islam (আলাপ) ১০:৩১, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meena Islam: উইকিপিডিয়া সাধারণ মানুষের দ্বারাই তৈরি। আমি আপনাকে উপযুক্ত তথ্যসূত্রসহ তথ্য সংযোজন করে নিবন্ধ টির মানোন্নয়নে অগ্ৰসর হতে অনুরোধ করবো —শাকিল হোসেন আলাপ ১০:৩৭, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ সম্পাদনা

এই নিবন্ধের বেশকিছু তথ্য (ও তথ্যসূত্র) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনৈতিক মতাদর্শকে চ্যালেঞ্জ করে বর্ণিত হয়েছে। উইকিপিডিয়ার মতো বিশ্বকোষে এটি কাম্য নয়। যথাসম্ভব নিরপেক্ষ দৃষ্টিতে এই নিবন্ধটির তথ্যগুলো পুনর্বিন্যাস করা প্রয়োজন। তাছাড়াও এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘকালীন ও অত্যন্ত সংকটপূর্ণ বিতর্ক, তাই এই নিবন্ধটির তথ্য ও তথ্যসূত্র বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। Wiki N Islam (আলাপ) ০৭:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের স্বাধীনতার ঘোষক" পাতায় ফেরত যান।