আলাপ:তুফান (২০২৪-এর চলচ্চিত্র)

সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ২ দিন আগে "যৌথ প্রযোজনা" অনুচ্ছেদে

সম্পাদনার অনুরোধ, ১২ জুন ২০২৪

সম্পাদনা

তুফান চলচ্চিত্রের চিত্রনাট্য: আদনান আদীব খান তুফান চলচ্চিত্রের সংলাপ: আদনান আদীব খান ও রায়হান রাফী Adnan Adib (আলাপ) ১৮:১৫, ১২ জুন ২০২৪ (ইউটিসি) Adnan Adib Khan Adnan Adib (আলাপ) ১৮:১৫, ১২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Adnan Adib তথ্যছকে যুক্ত করা হয়েছে। Aishik Rehman (আলাপ) ০৬:৪৪, ১৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

যৌথ প্রযোজনা

সম্পাদনা

@Mehedi Abedin, এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত অফিসিয়াল ট্রেইলারে ফ্লিম ক্রেডিটে Producers হিসেবে SVF Entertainment, Alpha-i, Chorki উল্লেখ করা আছে।[১] তাই অবশ্যই এটিকে যৌথ প্রযোজনায় নির্মিত বলা যেতে পারে। আশা করি আপনার সম্পাদনা সংশোধন করে নিবেন। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:১০, ২২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR সেই ক্ষেত্রে যেখানে আলফা আইয়ের প্রযোজক ও সেন্সর সনদে বাংলাদেশী লেখা আছে এবং এসভিএফ আবার অন্য কথা লিখেছে সেহেতু এটি একটি জটিল ব্যাপার এবং শুধু এসভিএফের ট্রেলারের ডেসক্রিপশনের উপর ভিত্তি করেই যৌথ প্রযোজনার চলচ্চিত্র লেখা উচিত নয়। প্রয়োজনে সঠিক উত্তর না পাওয়া গেলে চলচ্চিত্রের স্থানে বাংলাদেশী বা যৌথ প্রযোজনা উভয়ই লেখা বাদ দেওয়া উচিত অথবা আমাদের আরও সম্পাদকের মতামতের প্রয়োজন হতে পারে। মেহেদী আবেদীন ১৯:২০, ২২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin, শুধু মাত্র এসভিএফের ট্রেলারের ডেসক্রিপশনের নয়, চলচ্চিত্রটি বাংলাদেশের সেন্সর বোর্ডে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতীয় সকল পত্রিকায় একে যৌথ প্রযোজনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরিচালক রায়হান রাফির শেয়ার করা পোস্টারে দেখুন স্পষ্টভাবে লেখা আছে।[২] সম্ভবত বাংলাদেশে চলচ্চিত্রটি মুক্তিতে যাতে কোনো সমস্যা না হয়, তাই একে শুধু বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৬:৪১, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"তুফান (২০২৪-এর চলচ্চিত্র)" পাতায় ফেরত যান।