বিজু শাহ

ভারতীয় সুরকার

বিজু শাহ (জন্ম: বিজয় কল্যাণজী শাহ, ৫ জুন ১৯৫৯) হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের সুরকার। তিনি সঙ্গীত পরিচালক ও সুরকার কল্যাণজী বীরজী শাহের পুত্র। তিনি ত্রিদেব (১৯৮৯), মোহরা (১৯৯৪), তেরে মেরে সপ্নে (১৯৯৬), গুপ্ত: দ্য হিডেন ট্রুথ (১৯৯৭) ও বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ (১৯৯৮) চলচ্চিত্রের জন্য পাঁচবার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং গুপ্ত চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ আবহ সঙ্গীত বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

বিজু শাহ
বিজু শাহ
জন্ম
বিজয় কল্যাণজী শাহ

(১৯৫৯-০৬-০৫)৫ জুন ১৯৫৯
পেশাসঙ্গীত পরিচালক, সুরকার
কর্মজীবন১৯৮৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীসুনন্দা শাহ (বি. ১৯৮৩)
পিতা-মাতাআনন্দজী বীরজী শাহ
সঙ্গীত কর্মজীবন
ধরনচলচ্চিত্রের সুর

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বিজু শাহ ১৯৫৯ সালের ৫ই জুন জন্মগ্রহণ করেন।[১] তার পুরো নাম বিজয় কল্যাণজী শাহ। তার পিতা কল্যাণজী বীরজী শাহ ছিলেন সঙ্গীত যুগল কল্যাণজী-আনন্দজীর একজন। তার চাচা আনন্দজী বীরজী শাহ কল্যাণজী-আনন্দজী যুগলের অপর জন। তার চাচা-চাচী যুগল বাবলা ও কাঞ্চনও সুরকার। বিজুর তিনজন বড় ভাই ও এক ছোট ভাই রয়েছে, তারা হলেন চন্দ্রকান্ত, রমেশ, দীনেশ, ও রাজেশ।

বিজু শাহ ১৯৮৩ সালে সুনন্দা শাহকে বিয়ে করেন। তাদের কন্যা প্রিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে পশ্চিমা ধ্রুপদী পিয়ানো বাজানোর তামিল গ্রহণ করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

বিজু শাহ রাজীব রাইয়ের তারকাসমৃদ্ধ ত্রিদেব (১৯৮৯) চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এই চলচ্চিত্রের মূল সুর করেছিলেন কল্যাণজী-আনন্দজী। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯২ সালে তিনি সুরকার হিসেবে প্রথম কাজ করেন রাজীব রাইয়ের বিশ্বাত্মা চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের "সাত সমুন্দর" গানটি পেট শপ বয়েজের গান "হার্ট" থেকে অনুপ্রাণিত। দিব্যা ভারতীর নৃত্য সংবলিত গানটি জনপ্রিয়তা অর্জন করে।[১] এরপর তিনি মোহরা চলচ্চিত্রের দুটি জনপ্রিয় গান "তু চিজ বড়ি হ্যায় মস্ত" ও "টিপ টিপ বরসা পানি" গানের সুর করেন। এছাড়া এতে তিনি কল্যাণজী-আনন্দজীর সুরারোপিত মুকেশের গাওয়া "না কাজরে কী ধার" গানটিও যুক্ত করেন। এই অ্যালবামটির ৮ মিলিয়ন কপি বিক্রি হয়,[৩] এবং সেই বছর হাম আপকে হ্যাঁয় কৌন..! চলচ্চিত্রের পর দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত বলিউড চলচ্চিত্রের অ্যালবাম হয়ে ওঠে।[৪] "তু চিজ বড়ি হ্যায় মস্ত" গানটি নুসরাত ফাতেহ আলী খানের জনপ্রিয় কাওয়ালি "দামা দম মাস্ত কালান্দার" থেকে নেওয়া হয়েছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. গায়কোয়াড, মনীষ (১৮ নভেম্বর ২০১৫)। "'Saat Samundar Paar' composer Viju Shah's sharp rise and dizzying fall"স্ক্রল.ইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 
  2. বিজয়কর, রাজিব (১৯ জানুয়ারি ২০০৮)। "Viju Shah's musical silver wedding"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 
  3. "Top 25 films between the years 1985-1994"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 
  4. "Music Hits 1990-1999 (Figures in Units)"বক্স অফিস ইন্ডিয়া। Archived from the original on ৫ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 
  5. বড়ুয়া, অমিত; পদ্মনভন, আর. (৬ সেপ্টেম্বর ১৯৯৭)। "The stilled voice" (ইংরেজি ভাষায়)। দ্য হিন্দু। ৩০ ডিসেম্বর ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা