খোঁজ-দ্য সার্চ হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী [১] এবং প্রযোজনা ও পরিবেশনা করেছে মুনসুন ফিল্মস। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা,[২] ববিসোহেল রানা সহ আরও অনেকে। এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল চলচ্চিত্র।

খোঁজ-দ্য সার্চ
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকইফতেখার চৌধুরী
প্রযোজকএম এ জলিল অনন্ত
রচয়িতাইফতেখার চৌধুরী
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
হাবিব ওয়াহিদ
চিত্রগ্রাহকইফতেখার চৌধুরী
সম্পাদকইফতেখার চৌধুরী
পরিবেশকমনসুন ফিল্মস
মুক্তি১৬ এপ্রিল, ২০১০ (বাংলাদেশ)
জুন ২০১০ (বিশ্বব্যাপী)
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
ইংরেজি

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সংগীত সম্পাদনা

খোঁজ-দ্য সার্চ
কর্তৃক গান
মুক্তির তারিখ২০১০
ঘরানাচলচ্চিত্র সাউন্ডট্র্যাক

খোঁজ-দ্য সার্চ-এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহাহাবিব ওয়াহিদ এবং সবগুলো গানে কথা লিখেছেন কবির বকুল ও ইলিয়াস মোল্লা।

গানের তালিকা সম্পাদনা

ট্র্যাক গান কন্ঠশিল্পী পর্দায় নোট
তুমি ফিরে তাকালে পৃথিবীটা সুন্দর হয়ে যায় সামিনা চৌধুরীবাপ্পা মজুমদার অনন্ত ও ববি
গোলক ধাঁধাঁনো পৃথিবীতে ফেরদৌস ওয়াহিদকনা ববি শিরোনাম গান
এতো দিন কোথায় ছিলে হাবিব ওয়াহিদন্যান্সি অনন্ত ও বর্ষা
দিনেতে সুর্য ভাল চাঁন্দেরই আলো না কনকচাঁপা ও রুন্টি জিসান ও রাহা
আংটির অপেক্ষায় অনামিকা এস আই টুটুলসামিনা চৌধুরী অনন্ত ও বর্ষা
ভালবাসার মনটা আমার কনকচাঁপা ববি

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সমকাল :: নতুন ধারার 'খোঁজ দ্য সার্চ' ::"web.archive.org। ২০১২-০৩-১৯। Archived from the original on ২০১২-০৩-১৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১ 
  2. তুষার, চিন্তামন; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "টিভিতে খোঁজ : দ্য সার্চ"bangla.bdnews24.com। ২০২২-০১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১ 

বহিঃসংযোগ সম্পাদনা