আয়মান আশরাফ

মিশরীয় ফুটবলার

আয়মান আশরাফ (আরবি: أيمن أشرف) (জন্ম: ৯ এপ্রিল ১৯৯১) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় প্রিমিয়ার লিগ ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আয়মান আশরাফ
আয়মান আশরাফ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-04-09) ৯ এপ্রিল ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান কায়রো, মিশর
উচ্চতা ১.৮২ মি (৬ ফু ০ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ১২
যুব পর্যায়
২০০৫–২০০৯ আল আহলি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১৪ আল আহলি ১২ (০)
২০১৪–২০১৭স্মুহা ৯১ (৪)
২০১৭– আল আহলি ২০ (১)
জাতীয় দল
২০০৯–২০১৪ মিশর অনূর্ধ্ব-২০ (০)
২০১৬– মিশর (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[২]

আন্তর্জাতিক গোল সম্পাদনা

স্কোর এবং ফলাফলের কলামে মিশরের গোলসংখ্যা প্রথমে উল্লেখ করা হয়েছে।[৩]
# তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১. ২৫ মে ২০১৮ জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়াম, কুয়েত সিটি, কুয়েত   কুয়েত –১ ১–১ প্রীতি ম্যাচ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FIFA Arab Cup Qatar 2021: List of players: Egypt" (পিডিএফ)FIFA। ৪ ডিসেম্বর ২০২১। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ 
  2. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Ashraf, Ayman"national-football-teams.com। National Football Teams। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮ 

টেমপ্লেট:Al Ahly SC squad