গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা MdsShakil (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল (অপসারণ প্রস্তাবনা ব্যবহার করুন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশের চাঁদপুর জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া অবস্থিত।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ
কলেজের লোগো
নীতিবাক্য
রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৯৫ (1995)
প্রতিষ্ঠাতাড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
অধ্যক্ষগৌরী রানী সাহা (ভারপ্রাপ্ত)
ঠিকানা
চাঁদপুর-লক্ষীপুর মহাসড়কের পাশে,ফরিদগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ
ভাষাবাংলা ও ইংরেজি মাধ্যম
পোশাকের রঙ            হালকা আকাশি, নেভি ব্লু ও সাদা
সংক্ষিপ্ত নামজিকে কলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://www.hazerahasmate.edu.bd

প্রতিষ্ঠার পটভূমি

১৯৯৫ সালে ড. শামছুল হক ভূঁইয়া এলাকার বিশিষ্টজনদের অনুরোধে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন রূপসা ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। শুরুতে কলেজটি গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৯৭ সাল থেকে তার মৃত বাবা হাসমত উল্লাহ ও মা হাজেরা বেগমের নামে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ নামকরণ করা হয় এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে প্রতিষ্ঠিত।

অনুষদ ও বিভাগসমুহ

এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক শ্রেণী ও ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা দান করা হয়। এছাড়াও এখানে বেশ কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) প্রদান করা হয়।

উচ্চমাধ্যমিক শ্রেণি

স্নাতক (পাস) শ্রেণি

স্নাতক (সম্মান) শ্রেণি

কলেজটিতে মোট ৭টি বিষয়ে অনার্স চালু আছে। সেগুলো হলো:

একাডেমিক সুযোগ সুবিধা

কলেজটিতে বিভিন্ন ধরনের একাডেমিক সুযোগ সুবিধা রয়েছে। যেমন অতিরিক্ত ক্লাস একাডেমিক ভবন, গ্রন্থাগার ইত্যাদি। এছাড়া এখানে পড়াশুনার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা।

একাডেমিক ভবন

কলেজটিতে মোট চারটি ভবন রয়েছে।

  • মূল ভবন
  • একাডেমিক ভবন-১
  • একাডেমিক ভবন-২
  • আই.সি.টি ভবন

গ্রন্থাগার

মূল ভবনে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত। ১০০ (প্রায়) শিক্ষার্থী একসাথে পড়তে ও বই সংগ্রহ করতে পারে। গ্রন্থাগারে ৫০০০ বই সংগৃহীত আছে। নিয়মিত জাতীয় ও স্থানীয় দৈনিক সমূহ সংগ্রহ করা হয়।

কলেজের সুযোগ সুবিধা

কলেজটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে হোস্টেল, ছাত্রছাত্রীদের খেলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ এবং মসজিদ।

আবাসিক হলসমূহ

ছাত্রদের জন্য রয়েছে-

  • শেখ রাসেল ছাত্রাবাস।

ছাত্রীদের জন্য রয়েছে-

  • শেখ হাসিনা ছাত্রীনিবাস।

খেলার মাঠ

কলেজের নিজস্ব এক বিশাল মাঠ রয়েছে যেখানে ক্রিকেট, ফুটবলভলিবল খেলার ব্যবস্থা রয়েছে।

মসজিদ

কলেজের ক্যাম্পাসের ভেতরে নিজস্ব একটি মসজিদ রয়েছে।

সহশিক্ষা কার্যক্রম

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে বর্তমানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে:

তথ্যসূত্র

  1. চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
  2. https://bd.top10place.com/------404855858.html