বিজয় নদ বা নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিমাঞ্চলের একটি নদী। বাংলাদেশে এটি সালদা নদী নামে পরিচিত।

বিজয় নদী
Bijoy River
দেশ ভারত
রাজ্য ত্রিপুরা
জেলা সিপাহীজলা জেলা
উৎস বড়মুড়া, ত্রিপুরা
মোহনা বুড়ি নদী

উৎপত্তি ও প্রবাহ

সম্পাদনা

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বড়মুড়া পাহাড়ি অঞ্চল থেকে বিজয় নদ বা নদী উৎপত্তি লাভ করে বিশালগড় হয়ে পুটিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথেই সালদা নাম ধারণ করে। তারপর বায়েক ইউনিয়েনের কৈখলা গ্রামের কাছে এসে সালদার একটি শাখা বিজনী নদী নামে উত্তর দিক বরাবর কসবা বাজারের পাশ দিয়ে বয়ে গিয়ে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নিকট তিতাস নদীতে পতিত হয়েছে। আর সালদা নদীটি পশ্চিম দিক বরাবর প্রবাহিত হয়ে কুমিল্লা জেলার আন্দিকোট ইউনিয়নের নিকট বুড়ি নদীতে পতিত হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা