বাহারছড়া ইউনিয়ন, বাঁশখালী

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার একটি ইউনিয়ন

বাহারছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বাহারছড়া
ইউনিয়ন
৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ
বাহারছড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাহারছড়া
বাহারছড়া
বাহারছড়া বাংলাদেশ-এ অবস্থিত
বাহারছড়া
বাহারছড়া
বাংলাদেশে বাহারছড়া ইউনিয়ন, বাঁশখালীর অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪′১৭″ উত্তর ৯১°৫৪′৫″ পূর্ব / ২২.০৭১৩৯° উত্তর ৯১.৯০১৩৯° পূর্ব / 22.07139; 91.90139 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবাঁশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সি
আয়তন
 • মোট২২.২৪ বর্গকিমি (৮.৫৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৩,৭৬৩
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৯.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

বাহারছড়া ইউনিয়নের আয়তন ৫,৪৯৬ একর (২২.২৪ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাহারছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৬,০৭৮ জন এবং মহিলা ১৭,৬৮৫ জন। মোট পরিবার ৬,২৭৪টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

বাঁশখালী উপজেলার মধ্য-পশ্চিমাংশে বাহারছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে খানখানাবাদ ইউনিয়নসাধনপুর ইউনিয়ন, পূর্বে কালীপুর ইউনিয়ন, দক্ষিণে কাথরিয়া ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বাহারছড়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • বাহারছড়া
  • চাঁপাছড়ি
  • ইলশা
  • রত্নপুর
  • বাঁশখালা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাহারছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.২%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ[৩]
মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • ইলসা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁপাছড়ি মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁপাছড়ি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ইলসা কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চাঁপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ইলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁশখালী আইডিয়াল প্রি ক্যাডেট ইন্সটিটিউট
  • মধ্য ইলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বাহারছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক কালিপুর-বাহারছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। দুই দিকে যাতায়াত করা যায়। মোশারফ আলী মিয়ার বাজার হয়ে এবং বশির উল্লাহ মিয়াজির বাজার হয়ে।

অর্থনীতি সম্পাদনা

বাহারছড়া ইউনিয়নের অর্থনীতি কৃষি নির্ভর। ধান, বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয় এ অঞ্চলের প্রধান কৃষিজাত ফসল। সিংহভাগ মানুষ বঙ্গোপসাগর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত এবং প্রবাসী।

খাল ও নদী সম্পাদনা

বাহারছড়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।

হাট-বাজার সম্পাদনা

বাহারছড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বশির উল্লাহ মিয়াজী হাট, মোশারফ আলী হাট এবং করিম বাজার।[২]

দর্শনীয় স্থান সম্পাদনা

বাহারছড়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[২]

  • বাহারছড়া সমুদ্র সৈকত
  • ঐতিহ্যবাহী বকসি হামিদ জামে মসজিদ
  • দরপখান জামে মসজিদ

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: তাজুল ইসলাম ২৬/০৯/২০২৩ এ তিনি মৃত্যু্বরন করেন


০৯/০৩/২০২৪ উপনির্বাচনে অটোরিক্সা প্রতিকে রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সি ৩৬০৪ ভোট পেয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. "এক নজরে ০৪ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"baharchharaup.chittagong.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 
  3. "কলেজ - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"baharchharaup.chittagong.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 
  4. "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"baharchharaup.chittagong.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৭ 
  5. "মাদ্রাসা - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"baharchharaup.chittagong.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ বাংলাদেশ সম্পাদনা