কালীপুর ইউনিয়ন
কালীপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কালীপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কালীপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫′১″ উত্তর ৯১°৫৫′৫৩″ পূর্ব / ২২.০৮৩৬১° উত্তর ৯১.৯৩১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বাঁশখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এডভোকেট শাহাদাত আলম |
আয়তন | |
• মোট | ২৩.০৪ বর্গকিমি (৮.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৩,৫৩৪ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকালীপুর ইউনিয়নের আয়তন ৫,৬৯৪ একর (২৩.০৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কালীপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৫৩৪ জন। এর মধ্যে পুরুষ ১৬,৬৯১ জন এবং মহিলা ১৬,৮৪৩ জন। মোট পরিবার ৬,৮৬৭টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবাঁশখালী উপজেলার মধ্যাংশে কালীপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সাধনপুর ইউনিয়ন, পশ্চিমে বাহারছড়া ইউনিয়ন ও কাথরিয়া ইউনিয়ন, দক্ষিণে বৈলছড়ি ইউনিয়ন এবং পূর্বে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন ও এওচিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকালীপুর ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কালীপুর
- জঙ্গল কালীপুর
- কোকদণ্ডী
- জঙ্গল কোকদন্ডী
- গুনাগরী
- জঙ্গল গুনাগরী
- পালেগ্রাম
পুলিশ তদন্ত কেন্দ্র
সম্পাদনাএকটি রামদাশ মুন্সি হাট কাঁচা বাজারে অবস্থিত
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কালীপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ[২]
- মাদ্রাসা[৩]
- আহমদিয়া ডলম পীর (রহ.) আলিম মাদ্রাসা
- পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদ্রাসা
- কোকদণ্ডী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়
- কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়
- নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কালীপুর আলী নকী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালীপুর রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালীপুর নাসেরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোকদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পালেগ্রাম কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কোকদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাশঁখালী কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকালীপুর ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা
০১। চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক
০২। বাঁশখালী-সাতকানিয়া সড়ক এই ইউনিয়নে সব ধরনের যানবাহনে চলাচলের সুয়োগ রয়েছে।
হাট-বাজার
সম্পাদনাকালীপুর ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হলো:
- সদর আমিন হাট, পালেগ্রাম।
- রামদাশ মুন্সির হাট, কোকদন্ডী।
- খাসমহল (গুনাগরী) বাজার।, কোকদন্ডী।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম
- ইউপি সদস্য: রিনা আকতার (১,২,৩ নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: নার্গিছ বেগম (৪,৫,৬ নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: শাহিদা সোলতানা (৭,৮,৯ নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: জিসানুল ইসলাম (১নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: গিয়াস উদ্দীন চৌধুরী (২নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: আবুল কালাম (৩নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: ফরিদ আহমদ (৪নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: নুরুল ইসলাম (৫নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: নুরুল আলম (৬নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: নুরুল মোস্তাফা (৭নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: জামাল উদ্দীন (৮নং ওয়ার্ড)
- ইউপি সদস্য: মোহাম্মদ লোকমান (৯নং ওয়ার্ড)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
- ↑ "কলেজ - কালীপুর ইউনিয়ন - কালীপুর ইউনিয়ন"। kalipurup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাদ্রাসা - কালীপুর ইউনিয়ন - কালীপুর ইউনিয়ন"। kalipurup.chittagong.gov.bd।
- ↑ "উচ্চ বিদ্যালয় - কালীপুর ইউনিয়ন - কালীপুর ইউনিয়ন"। kalipurup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৭।
- বাঁশখালীর ইতিহাস ও ঐতিহ্য
- চট্টগ্রাম ইতিহাস ও মনীষী
- চট্টগ্রাম মহানগর ইতিহাস ও মনীষী
- বংগদেশে পীর আউলিয়া ও সুফি সাধকের চট্টগ্রাম।
- প্রসংগে বাঁশখালী