বারমসিয়া রেলওয়ে স্টেশন

ভারতের রেলওয়ে স্টেশন

বারমাশিয়া রেলওয়ে স্টেশন (স্টেশন কোড বিআরএমএ) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার বারমাসিয়া গ্রামে জাসিদিহ – রামপুরহাট সেকশনে। এটি ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের হাওড়া বিভাগে অবস্থিত। এটির গড় উচ্চতা ১৫৮ মিটার (৫১৮ ফু) ।

বারমাশিয়া রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
বারমাশিয়া রেলওয়ে স্টেশনের ভবন
অবস্থানবারমাশিয়া, দুমকা জেলা, ঝাড়খণ্ড
 ভারত
স্থানাঙ্ক২৪°১৩′২৮″ উত্তর ৮৭°২৩′১৬″ পূর্ব / ২৪.২২৪৪৯২৭° উত্তর ৮৭.৩৮৭৭৭২৯° পূর্ব / 24.2244927; 87.3877729
উচ্চতা১৫৮ মিটার (৫১৮ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনজাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
সংযোগসমূহরামপুরহাট, দুমকা
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডBRMA
অঞ্চল পূর্ব রেল
বিভাগ হাওড়া
ইতিহাস
চালু২০১৪[১]
বৈদ্যুতীকরণ২০২১
অবস্থান
বারমাশিয়া রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ড-এ অবস্থিত
বারমাশিয়া রেলওয়ে স্টেশন
বারমাশিয়া রেলওয়ে স্টেশন
ঝাড়খণ্ডের মানচিত্র #ভারতের মানচিত্র
বারমাশিয়া রেলওয়ে স্টেশন ভারত-এ অবস্থিত
বারমাশিয়া রেলওয়ে স্টেশন
বারমাশিয়া রেলওয়ে স্টেশন
ঝাড়খণ্ডের মানচিত্র #ভারতের মানচিত্র

দুমকা যাওয়ার এই রেলপথটি সাঁওতাল পরগনা বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন।

বারমাসিয়া রেলওয়ে স্টেশনটি নিকটবর্তী গ্রাম গোপালপুর, শ্যামপুর, বুচাম, কুসপাহাড়ি, পাতাবাড়িতে রেল সংযোগ প্রদান করে।

ইতিহাস সম্পাদনা

২০১৪ সালে বারমাশিয়া রেলওয়ে স্টেশন চালু হয়। ৬৪ কিমি (৪০ মা) দুমকা থেকে রামপুরহাট পর্যন্ত অংশটি ৩০ জুন ২০১৪ সালে চালু হয়।

স্টেশন লেআউট সম্পাদনা

জি রাস্তায় স্তর প্রস্থান/প্রবেশ এবং টিকিট কাউন্টার
পৃ 1 সাইড প্ল্যাটফর্ম, নং-১ দরজা বাম/ডানে খুলবে
ট্র্যাক 1 রামপুরহাট ← দিকে → জাসিডিহ

ট্রেন সম্পাদনা

বারমাশিয়া রেলওয়ে স্টেশনে জাসিডি জংশন এবং রামপুরহাট স্টপেজের মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।

ট্র্যাক বিন্যাস সম্পাদনা

Barmasia railway station track layout
 
 
to Kurwa
 
1
 
to Ambajora Shikaripara
 
Station with one tracks and one side platforms

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; start নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি