জসিডি–দুমকা–রামপুরহাট রেলপথ

(জাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ থেকে পুনর্নির্দেশিত)

জসিডি–দুমকা–রামপুরহাট রেলপথ ভারতের পূর্ব রেল অঞ্চলের আসানসোল রেল বিভাগ-এর অধীনে ভারতীয় রেলের একটি অংশ। রেলপথটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘরের জসিডি শহরের সংযোগ ঘটিয়েছে। এই রেলপথ ১,৬৭৬ মিমি (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রডগেজ ট্র্যাক দ্বারা নির্মিত হয়েছে। এই রেলপথ ঝাড়খণ্ডের সাংস্কৃতিক রাজধানী দেওঘরকে ঝাড়খণ্ডের উপরাজধানী দুমকার অংশের সংযুক্ত করে।

জসিডি–দুমকা–রামপুরহাট রেলপথ
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
মালিকভারতীয় রেল
অঞ্চলঝাড়খণ্ডপশ্চিমবঙ্গ, ভারত
বিরতিস্থল
স্টেশন১৬
পরিষেবা
ব্যবস্থাভারতীয় রেল
সেবাজসিডি, দেওঘর, দুমকা এবং রামপুরহাট
পরিচালকপূর্ব রেল
ইতিহাস
চালু২০১১; ১৩ বছর আগে (2011)
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য১৩৫ কিমি (৮৪ মা)
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
চালন গতি১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা (৬৮ মা/ঘ)

ইতিহাস

সম্পাদনা

১৮৫০ সালে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য ব্রিটিশরা বঙ্গের সঙ্গে সাঁওতাল পরগনার সংযোগ স্থাপনের জন্য রেলপথটির প্রস্তাব করে। কিন্তু, ১৮৫৮ সালের সাঁওতাল বিদ্রোহের কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয় নি। স্বাধীনতার পর বহুবার রেলপথটির জন্য দাবি উত্থাপিত হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রেলপথটির অনুমোদন করেন এবং ১৯৯৯ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[]

প্রকল্পের অগ্রগতি

সম্পাদনা

১২ জুলাই ২০১১ সালে জসিডি জংশন থেকে দুমকা রেল স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার (৪৪ মাইল) রেলপথ চালু হয়। [] রেলপথের দুমকা থেকে অম্বোজারা সিকরপাড়া (পূর্বে সিকরপাড়া নামে পরিচিত) অংশটি জুন ২০১৪ সালে চালু হয়। রামপুরহাট থেকে পিনগারিয়ার পর্যন্ত রেলপথ ২৫ নভেম্বর, ২০১২ তে চালু হয়েছিল। ২০১২ সালের শুরুতে অম্বোজারা সিকরপাড়া থেকে পিনগারিয়া রেল স্টেশন পর্যন্ত ১০ কিলোমিটা রেলপথ নির্মাণ শুরু হয় এবং ৪ জুন ২০১৫ সালে নির্মাণ শেষে সমগ্র রেলপথে রেল যাত্রা শুরু হয়, যখন একটি যাত্রী ট্রেন দুমিকা থেকে রামপুরহাট পর্যন্ত চালু হয়।[]

মানচিত্র

সম্পাদনা

 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://www.telegraphindia.com/1160929/jsp/bihar/story_110809.jsp
  2. "Dumka-Jasidih trains"The Telegraph (Calcutta)। ১২ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২ 
  3. "Dumka to Rampurhat train service flagged off" 

বহিঃসংযোগ

সম্পাদনা