বাবরা হাচলা ইউনিয়ন

নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি ইউনিয়ন

বাবরা হাচলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৪৬.৬২ কিমি২ (১৮.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৪,১৯৩ জন।[২]

বাবরা হাচলা ইউনিয়ন
ইউনিয়ন
বাবরা হাচলা ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলাকালিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৬.৬২ বর্গকিমি (১৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,১৯৩
 • জনঘনত্ব৫২০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbabrahaslaup.narail.gov.bd

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে বালচে বিল, দক্ষিণে নবঙ্গগা নদী এবং পশ্চিম দক্ষিণে পুরুলিয়া ইউনিয়ন, পূর্বে মাউলী ইউনিয়ন এবং পশ্চিমে চাঁচুড়ী ইউনিয়ন অবস্থিত।

গ্রামসমূহ সম্পাদনা

  1. শুক্তগ্রাম
  2. শুক্তগ্রাম পূর্ব গুচ্ছো গ্রাম
  3. শুক্তগ্রাম উত্তর
  4. বড়জিয়ালা
  5. হাচলা
  6. কালুখালী
  7. কাঞ্চনপুর পূর্ব
  8. পাটকেলবাড়ী
  9. নরসিংপুর
  10. বাবরা
  11. বারইপাড়া
  12. উড়শী
  13. জুশালা
  14. সিংগারডাঙ্গা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাবরা হাচলা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬