বাঙ্গড্ডা ইউনিয়ন
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন
বাঙ্গড্ডা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
বাঙ্গড্ডা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বাঙ্গড্ডা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৯১°১৪′১৩″ পূর্ব / ২৩.২১৫০০° উত্তর ৯১.২৩৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সাইফুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৫ বর্গকিমি (২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৪০৬ |
• জনঘনত্ব | ৪,৩০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনাবাঙ্গড্ডা ইউনিয়নের আয়তন ৫ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনাবাঙ্গড্ডা ইউনিয়নের জনসংখ্যা ২১,৪০৬ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনানাঙ্গলকোট উপজেলার সর্ব-উত্তরে বাঙ্গড্ডা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে রায়কোট ইউনিয়ন ও পেড়িয়া ইউনিয়ন, পশ্চিমে পেড়িয়া ইউনিয়ন ও লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন, উত্তরে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন এবং পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবাঙ্গড্ডা ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- নশরতপুর
- দাঁড়াচৌ
- সোনাবেরী
- রূপাবেরী
- উত্তর নূরপুর
- দক্ষিণ নুরপুর
- হেশিয়ারা
- ছোট সাঙ্গিশ্বর
- পদুয়া
- করের ভোমরা
- নোয়াপাড়া
- কাদবা
- নিমুড়ী
- রামেরবাগ
- আঙ্গলখোড়
- বাঙ্গড্ডা উত্তর
- বাঙ্গড্ডা দক্ষিণ
- গান্দাছি পূর্ব
- গান্দাছি পশ্চিম
- শ্যামপুর পূর্ব
- শ্যামপুর পশ্চিম
- পরিকোট
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান সমূহ
সম্পাদনা- কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সমূহ
- বাঙ্গড্ডা বাদশা মিয়া কলেজ
- বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- বাঙ্গড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঙ্গড্ডা ফাযিল ডিগ্রি মাদ্রাসা
- বাঙ্গড্ডা বালিকা দাখিল মাদ্রাসা
- শ্যামপুর বালিকা দাখিল মাদ্রাসা
- রুপাবেরি বালিকা দাখিল মাদ্রাসা
- রুপাবেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ (রামেরবাগ)
- বেগম আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রামেরবাগ
- কাদবা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাদবা এড.সাজেদুল হক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আঙ্গলখোড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- গান্দাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট সাঙ্গিশ্বর লতিফিয়া এনামিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসা
- ইক্বরা মডেল স্কুল (প্রাইভেট)
- বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল (প্রাইভেট)
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা- বাঙ্গড্ডা ইউনিয়নে চাঁদপুর - চট্টগ্রাম (প্রস্তাবিত) [লাকসাম - চৌদ্দগ্রাম] আঞ্চলিক মহাসড়ক অবস্থিত।
- কুমিল্লা - হাসানপুর সড়ক
- কুমিল্লা - নাঙ্গলকোট সড়ক
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনা- বাঙ্গড্ডা বাজার
- কাদবা বাজার
- সেবাখোলা বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- পরিকোট বধ্যভূমি
- বাঙ্গড্ডা দিঘি
- দাঁড়াচৌ প্রাচীন মসজিদ
- কাদবা দিঘি
- শ্যামপুর ডাকাতিয়া নদী
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- ওমর আহাম্মদ মজুমদার –– প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: সাইফুল ইসলাম মজুমদার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবাস্তব সূত্র
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |