বাংলা দিবস
বাংলা দিবস[১] হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্যাপনের জন্য পালিত সরকারি উৎসব। এটি প্রতি বছর ভারতীয় বঙ্গাব্দ অনুযায়ী ১ বৈশাখ তারিখে, অর্থাৎ ভারতীয় পয়লা বৈশাখ উদ্যাপনের দিনে পালিত হয়।[২][৩]
বাংলা দিবস | |
---|---|
পালনকারী | পশ্চিমবঙ্গ |
ধরন | সাংস্কৃতিক |
তারিখ | ১ বৈশাখ (ভারতীয় বঙ্গাব্দ) |
২০২৪ সালে | ১৪ এপ্রিল |
২০২৫ সালে | ১৫ এপ্রিল |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | পয়লা বৈশাখ |
ইতিহাস
সম্পাদনা২০ জুন ২০২০-এ সামাজিক মাধ্যমের বিভিন্ন ব্যবহারকারীগণ "পশ্চিমবঙ্গ দিবস"-এর শুভেচ্ছা জানিয়েছিলেন, কারণ ২০ জুন ১৯৪৭-এ অখণ্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।[৪] একই কারণে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালন করে।[২][৩]
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০ জুন ২০২৩-এ রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "পশ্চিমবঙ্গ দিবস" হিসেবে এই দিনকে মানতে চাননি। সুতরাং বিজেপি ও রাজভবন দ্বারা পালিত পশ্চিমবঙ্গ দিবসের প্রতিক্রিয়া হিসেবে ২০২৩ সালের আগস্ট মাসে বিধানসভায় বাংলা দিবসের প্রস্তাব পেশ করা হয়েছিল।[২] অনেক আলোচনার পর ২২ আগস্টে ভারতীয় বঙ্গাব্দ অনুযায়ী ১ বৈশাখ তারিখ, অর্থাৎ ভারতীয় পয়লা বৈশাখ উদ্যাপনের দিনকে বাংলা দিবস হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "West Bengal declares 'Poila Boisakh' as State Day and Tagore's 'Banglar Mati Banglar Jal' as State Song"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০১।
- ↑ ক খ গ সংবাদদাতা, আনন্দবাজার অনলাইন। "সরকারি 'পশ্চিমবঙ্গ দিবস' পাবে বাংলা, একই দিনে জোড়া উৎসবের সুপারিশ, সিলমোহর দেবেন মমতা"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।
- ↑ ক খ গ "Bengal government picks Poila Baisakh as state day to counter BJP's June 20 commemoration"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।
- ↑ "Why are netizens celebrating West Bengal Day on June 20th?"। Yahoo Finance (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।