পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। মহামান্য সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল (দপ্তরকালের সূচনা ২৩ নভেম্বর ২০২২)।[১] রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবন।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল | |
---|---|
সম্বোধনরীতি | মহামান্য |
বাসভবন | রাজভবন; কলকাতা |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
সর্বপ্রথম | চক্রবর্তী রাজাগোপালাচারী |
গঠন | ১৫ আগস্ট ১৯৪৭ |
ওয়েবসাইট | rajbhavankolkata.gov.in |
রাজ্যপালগণের তালিকা
সম্পাদনানং | প্রতিকৃতি | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ |
---|---|---|---|---|
১ | চক্রবর্তী রাজাগোপালাচারী | ১৫ আগস্ট ১৯৪৭ | ২১ জুন ১৯৪৮ | |
২ | কৈলাশ নাথ কাটজু | ২১ জুন ১৯৪৮ | ১ নভেম্বর ১৯৫১ | |
৩ | - | হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় | ১ নভেম্বর ১৯৫১ | ৮ আগস্ট ১৯৫৬ |
- | - | ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী) | ৮ আগস্ট ১৯৫৬ | ৩ নভেম্বর ১৯৫৬ |
৪ | - | পদ্মজা নাইডু | ৩ নভেম্বর ১৯৫৬ | ১ জুন ১৯৬৭ |
৫ | ধর্মবীর | ১ জুন ১৯৬৭ | ১ এপ্রিল ১৯৬৯ | |
- | - | দীপনারায়ণ সিনহা (অস্থায়ী) | ১ এপ্রিল ১৯৬৯ | ১৯ সেপ্টেম্বর ১৯৬৯ |
৬ | - | শান্তিস্বরূপ ধাওয়ান | ১৯ সেপ্টেম্বর ১৯৬৯ | ২১ আগস্ট ১৯৭১ |
৭ | অ্যান্টনি ল্যান্সলট ডায়াস | ২১ আগস্ট ১৯৭১ | ৬ নভেম্বর ১৯৭৯ | |
৮ | - | ত্রিভুবন নারায়ণ সিংহ | ৬ নভেম্বর ১৯৭৯ | ১২ সেপ্টেম্বর ১৯৮১ |
৯ | - | ভৈরব দত্ত পান্ডে | ১২ সেপ্টেম্বর ১৯৮১ | ১০ অক্টোবর ১৯৮৩ |
১০ | - | অনন্ত প্রসাদ শর্মা | ১০ অক্টোবর ১৯৮৩ | ১৬ আগস্ট ১৯৮৪ |
- | - | সতীশ চন্দ্র (অস্থায়ী) | ১৬ আগস্ট ১৯৮৪ | ১ অক্টোবর ১৯৮৪ |
১১ | - | উমাশংকর দীক্ষিত | ১ অক্টোবর ১৯৮৪ | ১২ আগস্ট ১৯৮৬ |
১২ | সৈয়দ নুরুল হাসান | ১২ আগস্ট ১৯৮৬ | ২০ মার্চ ১৯৮৯ | |
১৩ | টি ভি রাজেশ্বর | ২০ মার্চ ১৯৮৯ | ৭ ফেব্রুয়ারি ১৯৯০ | |
(১২) | সৈয়দ নুরুল হাসান | ৭ ফেব্রুয়ারি ১৯৯০ | ১২ জুলাই ১৯৯৩ | |
- | - | বি. সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দায়িত্বে) | ১৩ জুলাই ১৯৯৩ | ১৪ আগস্ট ১৯৯৩ |
১৪ | - | কে ভি রঘুনাথ রেড্ডি | ১৪ আগস্ট ১৯৯৩ | ২৭ এপ্রিল ১৯৯৮ |
১৫ | - | আখলাকুর রহমান কিদোয়াই | ২৭ এপ্রিল ১৯৯৮ | ১৮ মে ১৯৯৯ |
১৬ | শ্যামল কুমার সেন | ১৮ মে ১৯৯৯ | ৪ ডিসেম্বর ১৯৯৯ | |
১৭ | বীরেন জে. শাহ | ৪ ডিসেম্বর ১৯৯৯ | ১৪ ডিসেম্বর ২০০৪ | |
১৮ | গোপালকৃষ্ণ গান্ধী | ১৪ ডিসেম্বর ২০০৪ | ১৪ ডিসেম্বর ২০০৯ | |
- | দেবানন্দ কোঁয়র (অতিরিক্ত দায়িত্বে) | ১৪ ডিসেম্বর ২০০৯ | ২৩ জানুয়ারী ২০১০ | |
১৯ | এম কে নারায়ণন | ২৪ জানুয়ারী ২০১০ | ৩০ জুন ২০১৪ | |
- | ডি ওয়াই পাতিল (অতিরিক্ত দায়িত্বে) | ৩ জুলাই ২০১৪ | ১৭ জুলাই ২০১৪ | |
২০ | কেশরী নাথ ত্রিপাঠী | ২৪ জুলাই ২০১৪ | ২৯ জুলাই ২০১৯ | |
২১ | জগদীপ ধনখড় | ৩০ জুলাই ২০১৯ | ১৭ জুলাই ২০২২ | |
- | লা. গণেশন (অতিরিক্ত দায়িত্বে) | ১৮ জুলাই ২০২২ | ১৭ নভেম্বর ২০২২ | |
২২ | সিভি আনন্দ বোস | ২৩ নভেম্বর ২০২২ | শায়িত্ব |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kesri Nath Tripathi sworn in as Bengal Governor"। Zee News। ২৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪।