রাজভবন, কলকাতা
রাজভবন পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। ১৮০৩ সালে নির্মিত এই প্রাসাদোপম বাড়িটি পূর্বে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস (বাংলায় লাটভবন)। এই বাড়ির বর্তমান অধিবাসী হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রাজভবন | |
---|---|
সাধারণ তথ্য | |
শহর | কলকাতা |
দেশ | পশ্চিমবঙ্গ,ভারত |
নির্মাণকাজের আরম্ভ | ১৭৯৯ |
নির্মাণকাজের সমাপ্তি | ১৮০৩ |
নির্মাণব্যয় | ১৩ লক্ষ টাকা |
নকশা এবং নির্মাণ | |
স্থপতি | ক্যাপ্টেন চার্লস ওয়াট |
১৭৯৯ সালের তদনীন্তন গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলির রাজত্বকালে গভর্নমেন্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। [১] দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্স-এর ক্যাপ্টেন চার্লস ওয়াট ডার্বিশায়ারে অবস্থিত লর্ড কার্জনের পিতৃপুরুষের ভিটে কেডলেসটন হলের আদলে এই প্রাসাদের নকশা প্রস্তুত করেন। ১৮০৩ সালে এই ভবনের নির্মাণকার্য সমাপ্ত হয়। এই বছর ২৬ জানুয়ারি এক বর্ণাঢ্য বল নাচের আসরের মাধ্যমে গভর্নমেন্ট হাউসের উদ্বোধন করা হয়। [২] এই প্রাসাদটি নির্মাণের জন্য ব্যয় হয়েছিল ১৩ লক্ষ টাকা।[১]
বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজভবনে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কলকাতায় এলে রাজভবনে ওঠেন।
চিত্রশালা
সম্পাদনা-
রাজভবনের পূর্বদরজা
-
জেমস মোফ্যাট (১৭৭৫-১৮১৫) অঙ্কিত লাটভবনের প্রথম যুগের চিত্র
-
জেমস বেইলি ফ্রেজার (১৭৮৩-১৮৫৬) অঙ্কিত লাটভবনের চিত্র
-
স্যামুয়েল বার্ন গৃহীত লাটভবনের আলোকচিত্র, ১৮৬৫
-
শীতের সকালে রাজভবন
-
রাজ ভবনের সামনে কামান
-
রাজ ভবনের প্রবেশ দ্বার
-
১৮৫৫
পাদটীকা
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- The official website of Governor of West Bengal
- A profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মে ২০০৭ তারিখে
- Some images
- Information on Raj Bhavan