বাংলার ক্রিকেটারদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি সেই সমস্ত ক্রিকেটারদের তালিকা যারা বাংলা ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণী, লিস্ট এ বা টি- টি২০ ক্রিকেট খেলেছেন।[] প্রদত্ত ঋতু প্রথম এবং শেষ ঋতু; খেলোয়াড় অগত্যা মধ্যবর্তী সব মৌসুমে খেলেন না। বোল্ড খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

২০১৫/১৬ মৌসুমের শেষে সর্বশেষ আপডেট করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bengal players"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫ 
  2. Punjab v Bengal, scorecard, CricktArchive. Retrieved 19 June 2020. (সদস্যতা প্রয়োজনীয়)
  3. India under-19s v England under-19s, CricketArchive. Retrieved 19 June 2020. (সদস্যতা প্রয়োজনীয়)
  4. Audrish Banerjee, CricketArchive. Retrieved 19 June 2020. (সদস্যতা প্রয়োজনীয়)
  5. Audrish Banerjee, CricInfo. Retrieved 19 June 2020.

পাদটীকা

সম্পাদনা
  1. ফেব্রুয়ারি ১৯৯৩-এ রঞ্জি ট্রফিতে বাংলার পক্ষে একমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন বন্দ্যোপাধ্যায়। মূলত একজন বোলার, তিনি ১৬ ওভার উইকেটশূন্য বোলিং করেছেন এবং ৪ রান করেছেন।[] ব্যানার্জি বছরের শুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে একটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছিলেন,[] কিন্তু ১৯৯৩ সালের ফেব্রুয়ারির পর আর কোনো ক্রিকেট খেলেননি বলে জানা গেছেন।[] তিনি ১৯৭৫ সালে বেলুরমাঠে জন্মগ্রহণ করেন।[]