বাংলাবান্ধা ইউনিয়ন
বাংলাবান্ধা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার অন্তর্গত তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। এটি বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন।[১] বাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দরটিও এখানে অবস্থিত।
বাংলাবান্ধা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() বাংলাবান্ধা জিরো পয়েন্ট | |
বাংলাদেশে বাংলাবান্ধা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩৭′৪৬.২০″ উত্তর ৮৮°২৪′৪৫.৩৬″ পূর্ব / ২৬.৬২৯৫০০০° উত্তর ৮৮.৪১২৬০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেঁতুলিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: কুদরত- ই খুদা মিলন |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনাবাংলাবান্ধা ইউনিয়নের আয়তন ৫,১৯৪ একর (২১.০২ বর্গ কিলোমিটার।[২]
অবস্থান
সম্পাদনাতেঁতুলিয়া উপজেলা সদর থেকে বাংলাবান্ধা ইউনিয়নের দূরত্ব ১২ কিলোমিটার। হিমকন্যা নামে খ্যাত এ ইউনিয়নের কার্যালয়টি পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের পাশে সিপাইপাড়া নামক স্থানে অবস্থিত।[১] ত্রিভুজাকৃতির এ ইউনিয়নের দক্ষিণে তিরনইহাট ইউনিয়ন, পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে মহানন্দা নদীর ওপাড়ে ভারতের দার্জিলিং জেলা অবস্থিত।[২] বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি শহর মাত্র সাত কিলোমিটার এবং দার্জিলিং মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। আর বাংলাবান্ধা থেকে নেপালের কাঁকরভিটা সীমান্ত মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে।[৩] এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়কটি বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছে।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবাংলাবান্ধা ইউনিয়ন তেঁতুলিয়া উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেঁতুলিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। যথা: বাংলাবান্ধা, সিপাইপাড়া এবং খানজি কিসমত। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ২৬টি ইউনিয়ন রয়েছে।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামসমূহ হলো:[১]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | ঝাড়ুয়াপাড়া, বাংলাবান্ধা |
২নং ওয়ার্ড | জায়গীরজোত, পাগলীডাঙ্গী, ঘাটিয়ারপাড়া |
৩নং ওয়ার্ড | সরদারপাড়া, নিধীগছ, ঘুঘরীভিটা, বাইনগছ |
৪নং ওয়ার্ড | সন্যাসীপাড়া, সিপাইপাড়া, উকিলজোত |
৫নং ওয়ার্ড | হাওয়াজোত, দিঘলগাঁও |
৬নং ওয়ার্ড | চতুরাগছ, হাজীপাড়া, ধাইজান |
৭নং ওয়ার্ড | দক্ষিণ কাসিমগঞ্জ, পাঠানপাড়া, জামাদারগছ |
৮নং ওয়ার্ড | গোয়ালগছ, উত্তর কাসিমগঞ্জ, হুলাসুজোত |
৯নং ওয়ার্ড | ফুটকীবাড়ী, নারায়নজোত, পেদীভিটা |
প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ
সম্পাদনা- মোঃ খোরশরদ আলী
- মোঃ জাহেরুল ইসলাম
- মোঃ মহসীন আলী প্রধান
- মোঃ নায়বুল ইসলাম
- মোঃ কুদরত-ই-খুদা (মিলন)
স্থলবন্দর
সম্পাদনাবাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দরটি এখানে অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য সম্পাদিত হয়। সীমান্তের ওপাড়ে ভারতের ফুলবাড়ি স্থল বন্দর। ১৯৯৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে নেপাল-বাংলাদেশের মাঝে সীমিত আকারে বাণিজ্য অব্যহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগের ফলে এলাকাটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "বাংলাবান্ধা ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন"। banglabandhaup.panchagarh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৩০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
- ↑ ক খ "তেঁতুলিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
- ↑ "দৈনিক প্রথম আলো"। ২০১৭-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১২।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |