বাংলাদেশ রেলওয়ে ক্লাস ২৪০০

বাংলাদেশ রেলওয়ে ক্লাস ২৪০০ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের মিটার-গেজ ডিজেল-বৈদ্যুতিক লোকোমোটিভের একটি শ্রেণী। এই শ্রেণীর মোট ১২টি লোকো ১৯৭৮ সালে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হয়।

বাংলাদেশ রেলওয়ে ক্লাস ২৪০০
ঈশা খাঁ এক্সপ্রেস এর সাথে লোকোমোটিভ ২৪০১
ধরন ও উদ্ভব
শক্তির ধরনডিজেল-বৈদ্যুতিক
নকশাকারঅ্যামেরিকান লোকোমোটিভ কোম্পানি
নির্মাণকারীমন্ট্রিল লোকোমোটিভ ওয়ার্কস
মডেলঅ্যালকো ডিএল-৫৩৫/অ্যালকো আরএসডি-৩০
মোট উৎপাদন১২টি
সবিস্তার বিবরণী
চাকার বিন্যাস:
 • এএআরসিও-সিও
গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
বগিঅ্যালকো অ্যাসিমেট্রিক ক্যাস্ট ফ্রেম ট্রাইমাউন্ট
চাকার ব্যাস৯৬৫ মিমি
দৈর্ঘ্য১৫.৬ মিটার
প্রস্থ২.৭৩ মিটার
উচ্চতা৩.৬৩৫ মিটার
অ্যাক্সেল ভার১২ টন
জ্বালানির ধরনডিজেল
প্রাইম মুভারঅ্যালকো ২৫১বি-৬
ইঞ্জিনের ধরনচার-স্ট্রোক
Traction motorsডিসি
সঞ্চালনডিজেল-বৈদ্যুতিক
লোকোর ব্রেকভ্যাকুয়াম
এয়ার
কাপলারনরওয়েজিয়ান
কার্যক্ষমতা
সর্বোচ্চ গতি৯৬ কিমি/ঘ (৬০ মা/ঘ)
পাওয়ার আউটপুট১,৪০০ অশ্বশক্তি (১,০০০ কিলোওয়াট)
কার্যকাল
পরিচালকবাংলাদেশ রেলওয়ে
শ্রেণীএমইএম-১৪
নম্বর২৪০১–২৪১২
বর্তমান মালিকবাংলাদেশ রেলওয়ে
বিলিব্যবস্থা১১টি সচল

সূচনাকাল থেকে এই শ্রেণীর লোকো যাত্রীবাহী ট্রেনে ব্যবহৃত হয়। খুব কম আন্তঃনগর ট্রেনেই এদের ব্যবহার রয়েছে (যেমন: করতোয়া এক্সপ্রেস), এবং অধিকাংশ সময় এদেরকে লোকাল/কমিউটার/মেইল/এক্সপ্রেস ট্রেনে ব্যবহার করা হয়। অয়েল ট্যাংকারের মতো কিছু মালবাহী ট্রেনেও এদেরকে মাঝেমধ্যে ব্যবহার করা হয়।[১][২]

প্রস্তুতকারক বিবরণ সম্পাদনা

২৪০০ শ্রেণীর লোকো কানাডার মন্ট্রিয়ল লোকোমোটিভ ওয়ার্কস (এমএলডব্লিউ) উৎপাদন করে। এদের মডেল ডিএল-৫৩৫/আরএসডি-৩০

যান্ত্রিক বিবরণ সম্পাদনা

এই লোকোগুলোতে অ্যালকো ২৫১বি-৬ প্রাইম মুভার ব্যবহার করা হয়েছে। এদের ক্ষমতা ১,৪০০ অশ্বশক্তি এবং এরা সর্বোচ্চ ৯৬ কিমি/ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এদের চাকার বিন্যাস হলো সিও-সিও[৩]

এদেরকে বাংলাদেশের অন্যতম সফল লোকো শ্রেণী বলা হয়ে থাকে। ২০২০ সাল পর্যন্ত (৪২ বছর পর), ১১টি লোকো এখনও সচল রয়েছে। বাংলাদেশের ২৩০০, ২৫০০২৮০০ শ্রেণীর লোকোগুলোর সাথে এদের মিল রয়েছে। এই মডেলের লোকোমোটিভ বাংলাদেশ ছাড়াও ভারতীয় রেলওয়েতে ওয়াইডিএম-৪ শ্রেণী হিসেবে রয়েছে।

শ্রেণীকরণ ও সংখ্যাকরণ সম্পাদনা

এই লোকোগুলোর সংখ্যা-সিরিজ/শ্রেণী হচ্ছে ২৪০০, এবং এদেরকে ২৪০১ থেকে ২৪১২ পর্যন্ত সংখ্যায়িত করা হয়েছে। এদের শ্রেণী-নাম/স্পেসিফিকেশন হচ্ছে “এমইএম-১৪”। এখানে, এম = মিটার-গেজ, ই = ডিজেল-ইলেক্ট্রিক, এম = এমএলডব্লিউ এবং ১৪ = ১৪ × ১০০ = ১,৪০০ অশ্বশক্তি। একই শ্রেণী-নাম ২৩০০ শ্রেণীর লোকোগুলোতেও ব্যবহৃত হয়েছে।[৪]

রং সম্পাদনা

  1. লাল, সাথে সাদা ডোরা (বর্তমানে নেই)
  2. সবুজ-হলুদ
  3. নীল-হলুদ

রক্ষণাবেক্ষণ সম্পাদনা

এদের মূল রক্ষণাবেক্ষণ দিনাজপুরের পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) হয়। এছাড়া এদেরকে ঢাকা ডিজেল শপে রক্ষণাবেক্ষণ করা হয়।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of locomotives built by Alco and its licencees, ordere" (পিডিএফ)sce3c0752b973ab3f.jimcontent.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Analysis of Problems" (পিডিএফ)Bangladesh Railway। ৩১ মার্চ ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "DL535A — Trainspo"trainspo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৪ 
  4. "Locomotive database - 1435mm.net"www.1435mm.net। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে Category:Bangladesh Railway Class 2400 সম্পর্কিত মিডিয়া দেখুন।