বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা

বিদ্যালয়

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা খুলনার খালিশপুরের গোয়ালখালীতে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ও সংরক্ষিত নৌ আবাসিক এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়। এটি বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত একটি একাডেমিক প্রতিষ্ঠান। এর প্রাতিষ্ঠানিক কোড (ইআইআইএন) হল ১১৭১২।[১][২] এটি খুলনা-যশোর মহাসড়কের পশ্চিম পার্শ্বে (শহীদ শেখ আবু নাসের হাসপাতালে বিপরীত পার্শ্বে) অবস্থিত। এই বিদ্যালয়ে ২টি পাঁচ তলা ভবন, একটি তিন তলা ভবন, একটি এক তলা ভবন রয়েছে। এছাড়া একটি মিলনায়তন রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা
অবস্থান
মানচিত্র
নাবিক কলোনি, গোয়ালখালি, খালিশপুর, খুলনা

জিপিও - ৯০০০

তথ্য
ধরনবাংলাদেশ নৌবাহিনী পরিচালিত স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান
নীতিবাক্যশিক্ষাই প্রগতি
পৃষ্ঠপোষকঅ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন
প্রতিষ্ঠাকালস্কুল শাখা ১৯৭৯, কলেজ শাখা ২০০৩
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় নম্বরইআইআইএন:১১৭১১২
চেয়ারম্যানরিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ , এএফডব্লিউসি, পিএসসি, বিএন
অধ্যক্ষক্যাপ্টেন এম শামছুজ্জামান ভূঁঞা (ট্যাজ), বিএন
শ্রেণীশ্রেণী ১ থেকে ১২
লিঙ্গউভয়
শিক্ষা ব্যবস্থাএনসিটিবি পাঠক্রম
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহর
রং         নীলসাদা
ক্রীড়াফুটবল, হকি,ব্যাডমিন্টন, টেবিল টেনিস
ডাকনামবিএনএসসিকে
ওয়েবসাইটবিদ্যালয়ের ওয়েব সাইট

ইতিহাস সম্পাদনা

১৯৭৯ সালে নৌবাহিনীর মাধ্যমিক বিদ্যালয় যাত্রা শুরু হয়। ২০০৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক অনুমোদিত হয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি সংযোজনের মাধ্যমে কলেজ উন্নীত করা হয়।[৩]

শিক্ষাকার্যক্রম সম্পাদনা

প্রতিষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য নিম্নলিখিত তিনটি শাখা রয়েছে - বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক[৪] এর পাবলিক পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে পরিচালিত হয় । [৫] চাকরির ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং মেধাবী সিভিল ছাত্র উভয়ই এখানে পড়াশোনা করতে পারে।

শিক্ষার্থী কার্যক্রম সম্পাদনা

শিক্ষাবিদদের পাশাপাশি, বিএন স্কুল ও কলেজ, খুলনার শিক্ষার্থীরা বিভিন্ন পাঠক্রম বহির্ভূত কার্যকলাপ যেমন খেলাধুলা, সংস্কৃতি, সাহিত্য, বিতর্ক, শিল্প, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং অন্যান্য সৃজনশীল অঙ্গনে জড়িত থাকে। তারা সী রোভার স্কাউটিং এবং বিএনসিসি (নৌ শাখা) তেও অংশ নেয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ নৌবহিনী স্কুল এন্ড কলেজ খুলনা"www.bncollegekhulna.edu.bd। ২০১৮-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 
  2. "School and Colleges of BN"www.navy.mil.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 
  3. "বাংলাদেশ নৌবহিনী স্কুল এন্ড কলেজ খুলনা"www.bncollegekhulna.edu.bd। ২০১৯-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৫ 
  4. "e-library – BN College,Khulna"e-librarynavycollegekhulna.org (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  5. "Bangladesh Noubahini School And College, Khulna"bangladeshnoubahinischoolandcollegekhulna.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮