বাঁদী থেকে বেগম
বাঁদী থেকে বেগম ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মোহসীন। এক জমিদারের মেয়ের বাঁদী থেকে বেগম হওয়ার এই ছায়াছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাংবাদিক ও লেখক আহমদ জামান চৌধুরী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববিতা ও রাজ্জাক।[১] এই চলচ্চিত্রে অভিনয় মাধ্যমে ববিতা তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২]
বাঁদী থেকে বেগম | |
---|---|
পরিচালক | মোহসীন |
প্রযোজক | জগলুল মাহমুদ |
চিত্রনাট্যকার | আহমদ জামান চৌধুরী |
কাহিনিকার | আহমদ জামান চৌধুরী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | আব্দুল লতিফ বাচ্চু |
সম্পাদক | আওকাত হোসেন |
পরিবেশক | লেজার ভিশন (ডিভিডি) |
মুক্তি | ১৯৭৫ |
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাজমিদার তার মৃত্যু শয্যায় নায়েবকে তার পিতা কর্তৃক অস্বীকৃত এক মেয়ের কথা বলে। নায়েব জমিদারেরই এক কোচম্যানের কাছে পালিত সেই মেয়েকে মহলে নিয়ে আসার আগেই জমিদারের মৃত্যু হয়। জমিদারপত্নী সম্পত্তির লোভে চাঁদনীর আসল পরিচয় জেনেও তাকে জমিদার মহলের বাঁদী করে রাখে। চাঁদনী কি জানতে পারবে তার আসল পরিচয়।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- ববিতা - চাঁদনী
- রাজ্জাক - আলী নওশের
- শাহেদ শরীফ
- জাফর ইকবাল
- খান জয়নুল
- মায়া হাজারিকা
- বেবী জামান
- খলিল উল্লাহ খান
- ফখরুল হাসান বৈরাগী
- জুবায়ের আলম
- সফদার আলী ভূঁইয়া
- শায়লা জামান
সঙ্গীত
সম্পাদনাবাঁদী থেকে বেগম ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন আহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, নাজমুল হুদা বাচ্চু, ও আঞ্জুমান আরা বেগম।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "চল চল চল পঙ্খিরাজ" | সাবিনা ইয়াসমিন | ২:৪৫ |
২. | "বন্দুক কেন বন্ধু" | আঞ্জুমান আরা বেগম | ২:৪৭ |
৩. | "সেলাম তোমায় সমাজপতি" | সাবিনা ইয়াসমিন | ৩:৫৫ |
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ শান্তা মারিয়া (২৩ জানুয়ারি ২০১৫)। "এখনও 'নায়করাজ'"। বিডিনিউজ। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "চিরচেনা ববিতা"। দৈনিক নয়া দিগন্ত। ঢাকা, বাংলাদেশ। ৭ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।