বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন

মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন

বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন যা ২৪টি গ্রাম নিয়ে গঠিত।[১] বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদী প্রবাহিত হয়েছে।

বহেরাতলা দক্ষিণ
ইউনিয়ন
বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদ
বহেরাতলা দক্ষিণ ঢাকা বিভাগ-এ অবস্থিত
বহেরাতলা দক্ষিণ
বহেরাতলা দক্ষিণ
বহেরাতলা দক্ষিণ বাংলাদেশ-এ অবস্থিত
বহেরাতলা দক্ষিণ
বহেরাতলা দক্ষিণ
বাংলাদেশে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৯০°৮′২৯″ পূর্ব / ২৩.৩২০২৮° উত্তর ৯০.১৪১৩৯° পূর্ব / 23.32028; 90.14139 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলাশিবচর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ অলি উল্লাহ খালাসী[১]
আয়তন
 • মোট৯.৩৪ বর্গকিমি (৩.৬১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৮,৯৯৫
 • জনঘনত্ব৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৭.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের মোট আয়তন ২,৩০৮ একর বা ৯.৩৪ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ২৪টি। ঘরবাড়ির সংখ্যা ১,৮৬৪টি।[২]

এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ২টি। মসজিদের সংখ্যা ২১টি এবং মন্দিরের সংখ্যা ২টি।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ১,৮৬৪টি পরিবারে মোট জনসংখ্যা ৮,৯৯৫ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ৯৬৩ জন লোক বাস করে। এদের মধ্যে ৪,২৮১ জন পুরুষ ও ৪,৭১৪ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯১। মুসলিম ধর্মালম্বী ৮,৭৭৩ জন ও হিন্দু ধর্মালম্বী ২২২ জন।[২]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের হিসেব অনুযায়ী বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৭.৮% (পুরুষ ৩৭.৭%, মহিলা ৩৮.০%)।[২] এ ইউনিয়নে ১ট কলেজ, ৩টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি সরকারি প্রাথমিক রয়েছে এবং ৪টি বেসরকারি প্রাথমিক রয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২ 
  2. COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন 978-984-33-8597-0। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০