বটতলী ইউনিয়ন, আনোয়ারা

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার একটি ইউনিয়ন

বটতলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বটতলী
ইউনিয়ন
৪নং বটতলী ইউনিয়ন পরিষদ
বটতলী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বটতলী
বটতলী
বটতলী বাংলাদেশ-এ অবস্থিত
বটতলী
বটতলী
বাংলাদেশে বটতলী ইউনিয়ন, আনোয়ারার অবস্থান
স্থানাঙ্ক: ২২°১১′৫৫″ উত্তর ৯১°৫২′১১″ পূর্ব / ২২.১৯৮৬১° উত্তর ৯১.৮৬৯৭২° পূর্ব / 22.19861; 91.86972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানঅধ্যাপক এম এ মান্নান
আয়তন
 • মোট১১.৮৮ বর্গকিমি (৪.৫৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৬৩০
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বটতলী ইউনিয়নের আয়তন ২,৯৩৫ একর (১১.৮৮ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বটতলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৬৩০ জন। এর মধ্যে পুরুষ ১১,৫৭৬ জন এবং মহিলা ১২,০৫৪ জন। মোট পরিবার ৪,৬৫৯টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

আনোয়ারা উপজেলার পশ্চিম-মধ্যাংশে বটতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বৈরাগ ইউনিয়ন, পশ্চিমে বারশত ইউনিয়ন, দক্ষিণে রায়পুর ইউনিয়নজুঁইদণ্ডী ইউনিয়ন এবং পূর্বে বরুমছড়া ইউনিয়নবারখাইন ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

বটতলী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • আইরমঙ্গল
  • বটতলী
  • চাঁপাতলী
  • পশ্চিম বরৈয়া
  • পূর্ব বরৈয়া
  • পূর্ব তুলাতলী

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বটতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.৮%।[] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ[]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিরাবটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তুলাতলী আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বটতলী শাহ মোহছেন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

বটতলী ইউনিয়নে ২৯টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১১টি মন্দির রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

বটতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-বটতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

বটতলী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া উল্লেখযোগ্য কোন খাল নেই। তবে বটতলী ইউনিয়নের সীমানায় বরুমচড়া খাল,আইর মঙ্গল খাল পূর্ব বৈরিয়া খাল রয়েছে, বটতলী ইউনিয়ন সীমানা ঘিরে যা শঙ্খ নদীতে গিয়ে মিশেছে।

হাট-বাজার

সম্পাদনা

বটতলী ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বটতলী রুস্তম হাট এবং পূর্ব বরৈয়া আন্নর আলী সিকদার হাট। তার পাশাপাশি আইরমঙ্গল গ্রামে ভেন্ডি বাজার নামক একটি কৃষকের হাট রয়েছে।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ) মাজার
  • মেন্না গার্ডেন
  • আলহাজ্ব ইয়াকুব আলী জমিদার বাড়ি
  • স্বপ্নকুটির (আইরমঙ্গল)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  2. "এক নজরে - বটতলী ইউনিয়ন - বটতলী ইউনিয়ন"battaliup.chittagong.gov.bd। ২৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "কলেজ - বটতলী ইউনিয়ন - বটতলী ইউনিয়ন"battaliup.chittagong.gov.bd 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - বটতলী ইউনিয়ন - বটতলী ইউনিয়ন"battaliup.chittagong.gov.bd 

বহিঃসংযোগ

সম্পাদনা