রায়পুর ইউনিয়ন, আনোয়ারা

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার একটি ইউনিয়ন

রায়পুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

রায়পুর
ইউনিয়ন
৩নং রায়পুর ইউনিয়ন পরিষদ
রায়পুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রায়পুর
রায়পুর
রায়পুর বাংলাদেশ-এ অবস্থিত
রায়পুর
রায়পুর
বাংলাদেশে রায়পুর ইউনিয়ন, আনোয়ারার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৯′১৩″ উত্তর ৯১°৫০′৪১″ পূর্ব / ২২.১৫৩৬১° উত্তর ৯১.৮৪৪৭২° পূর্ব / 22.15361; 91.84472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আমিন শরীফ
আয়তন
 • মোট২৩.১৫ বর্গকিমি (৮.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩২,৯২১
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৩.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম মহকুমার অধীনে বর্তমান রায়পুর এই ১০টি গ্রাম নিয়ে রায়পুর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডাঃ রেয়াজ উদ্দিন সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক রায়পুর ইউনিয়ন থেকে বারশত ইউনিয়ন থেকে পৃথক করে রায়পুর নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই রায়পুর ইউনিয়ন পরিষদ।[১]

আয়তন সম্পাদনা

রায়পুর ইউনিয়নের আয়তন ৫,৭২১ একর (২৩.১৫ বর্গ কিলোমিটার)।[২]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রায়পুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,২৭৮ জন। এর মধ্যে পুরুষ ১৭,৪৬১ জন এবং মহিলা ১৭,৮১৭ জন। মোট পরিবার ৬,৩৮৯টি।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

আনোয়ারা উপজেলার সর্ব-পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে রায়পুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বারশত ইউনিয়নবটতলী ইউনিয়ন; পূর্বে বারশত ইউনিয়ন, বটতলী ইউনিয়ন, জুঁইদণ্ডী ইউনিয়ন, সাঙ্গু নদীবাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন; দক্ষিণে সাঙ্গু নদীবাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

রায়পুর ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

  • উত্তর পরুয়াপাড়া
  • দক্ষিণ পরুয়াপাড়া
  • চুন্নাপাড়া
  • রায়পুর
  • পশ্চিম রায়পুর
  • সরেঙ্গা
  • খোর্দ্দ গহিরা
  • মধ্য গহিরা
  • পূর্ব গহিরা
  • দক্ষিণ গহিরা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৫%।[২] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা[৪]
  • মাদরাসা আরাবিয়া খাইরিয়া
  • চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসা
  • গহিরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা
  • রায়পুর এজহারুল উলুম হাফেজিয়া দাখিল মাদ্রাসা
  • রায়পুর গাউছিয়া হাশেমিয়া দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[৫]
  • উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়
  • রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চুন্নাপাড়া আলিম উদ্দিন দোভাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোর্দ্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চুন্নাপাড়া মৌলভী ফররুখ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন[৬]
  • লিটল স্টার কিন্ডারগার্টেন
  • সানরাইজ কিন্ডারগার্টেন
  • চাইল্ড এডুকেশন কিন্ডারগার্টেন
  • আল-মুঈন ইনস্টিটিউট

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

রায়পুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-রায়পুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

রায়পুর ইউনিয়নে ৬৮টি মসজিদ, ১১টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

রায়পুর ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব পাশ দিয়ে সর্পিলাকারে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া পশ্চিম পাশে রয়েছে বঙ্গোপসাগর[৭]

হাট-বাজার সম্পাদনা

রায়পুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল জৈদ্যার হাট, ওয়াহেদ আলী চৌধুরী হাট, ফকির হাট এবং দোভাষীর হাট।[৮]

দর্শনীয় স্থান সম্পাদনা

রায়পুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: মোঃ আমিন শরীফ[১০]

অারো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৩নং রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd। ১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd। ১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "মাদ্রাসা - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd 
  6. "অন্যান্য - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "খাল ও নদী - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - রায়পুর ইউনিয়ন - রায়পুর ইউনিয়ন"raipurup.chittagong.gov.bd। ১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭