বজলুর রহমান বাদল
বজলুর রহমান বাদল বাংলাদেশের একজন বিশিষ্ট নৃত্যগুরু।[২] জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ বজলুর রহমান বাদল কে ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভুষিত করা হয়।[৩]
বজলুর রহমান বাদল | |
---|---|
জন্ম | ১৯২১/১৯২২ |
মৃত্যু | ১৯ আগস্ট ২০১৮[১] রাজশাহী, বাংলাদেশ | (বয়স ৯৬–৯৭)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নৃত্য শিল্পী |
পুরস্কার | স্বাধীনতা দিবস পুরস্কার (২০১৭) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাপশ্চিমবঙ্গের মালদজে ১৯২৩ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন ফজলুর রহমান বাদল। মালদহ জিলা স্কুল থেকে ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন তিনি। পরের বছর নাটক করতে রাজশাহী এসেছিলেন, আর ফিরে যাননি তিনি।
কর্মজীবন
সম্পাদনা১৯৪৭ সালে ভারত ভাগের পর, বাদল রংপুরে পাড়ি জমান এবং পরে রাজশাহীতে থেকে যান। যেখানে তিনি দুখু মাস্টার নামে তাঁর প্রথম শিক্ষাগুরুর অধীনে নৃত্য প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন।[৪]
বাদল বিশেষভাবে লোকনৃত্যে পারদর্শী ছিলেন। তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহীএর সাথে তার অনবদ্য নৃত্য পরিবেশনার জন্যে। [৫] তিনি বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা (রাজশাহী)এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। [৬]
অর্জন
সম্পাদনাজাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে স্বাধীনতা পদক পান তিনি। এছাড়াও শিল্পকলা একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কারসহ একাধিক পুরস্কারে পেয়েছেন তিনি। এছাড়াও নৃত্যে বিশেষ অবদানের জন্য ‘নৃত্যগুরু’ উপাধি পেয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মারা গেলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী বাদল"। bdnews24.com। ১৯ আগস্ট ২০১৮। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০২৩।
- ↑ "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি - জাতীয় - Jugantor"। ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিমান বাহিনী"। BDNews24। ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ তিনি রাজশাহীর শিল্পকলা একাডেমির ছাত্রদের নৃত্য প্রশিক্ষণ প্রদান করেন। "Bazlur Rahman Badal passes away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৯।
- ↑ Novera Deepita (মার্চ ৪, ২০০৪)। "Bangladesh Shilpakala Academy honours seven performers"। The Daily Star। ফেব্রুয়ারি ২৭, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১৭।
- ↑ "National Dance Festival kicks off today at Shilpakala Academy"। The Daily Star। এপ্রিল ২৩, ২০১২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১৭।