বঙ্গভূমি

একটি হিন্দুত্ববাদী আন্দোলন

বঙ্গভূমি বা বীর বঙ্গ হলো বঙ্গসেনা দ্বারা দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে বাঙালি হিন্দুদের জন্য একটি দেশ গঠনের জন্য করা একটি আন্দোলন। যার নেতৃত্ব দিয়েছিলেন কালিদাস বৈদ্যচিত্তরঞ্জন সুতার

হিন্দু প্রজাতন্ত্রী বঙ্গভূমি
নেতাকালিদাস বৈদ্য
চিত্তরঞ্জন সুতার
অপারেশনের তারিখ১৯৭৩-২০০৬
মতাদর্শহিন্দু জাতীয়তাবাদ
বাঙালি হিন্দু জাতীয়তাবাদ
বিপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

স্বাধীনতা লাভের পরপরই ১৯৭৩ সালে ভারতে এই আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নৃশংসতায় বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সমর্থন করার জন্য। ২০০১ সালে বিবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই আন্দোলনের অন্যতম সংগঠক চিত্তরঞ্জন সুতার একটি নতুন জাতি গঠনের পক্ষে তার সমর্থন অস্বীকার করেছিলেন।[১] ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গভূমি হিন্দু প্রজাতন্ত্রের স্বাধীনতার ঘোষণা দিলে এই আন্দোলন প্রকাশ্যে আবারও সক্রিয় হয়।[২][৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh alleges 'separatist plot'" (ইংরেজি ভাষায়)। ২০০১-১২-২২। সংগ্রহের তারিখ ২০২২-১২-২০ 
  2. Banerjee Alok, "Hindu republic 'born' in Bangladesh" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১১-০৩ তারিখে Times of India, February 4, 2003
  3. "কালীদাস বৈদ্যের বই এবং আমাদের স্বাধীনতা প্রসঙ্গে"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫