বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ৬ অক্টোবর ২০২১, বাংলাদেশ সরকার এ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন প্রদান করে।[১][২][৩][৪]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
অবস্থান,
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ইতিহাস সম্পাদনা

২০২১ সালের ১০শে জুন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এম পি ইকবাল হোসেন অপু এম পি নাহিম রাজ্জাক এম পি শরীয়তপুরের তিনজন সংসদ সদস্য একসাথে শিক্ষা মন্ত্রীর কাছে আধাসরকারি পত্র দেন।

শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ জুন) ২০২৩ মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এখন‌ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হবে এটি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে, গত ৯ জানুয়ারি শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। শরীয়তপুরে স্থাপিত হবে বিশ্ববিদ্যালয়টি।   ২০২০ সালের ৬ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দেন। [৫][৬][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শরীয়তপুরে হচ্ছে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়"প্রথম আলো। অক্টোবর ১২, ২০২১। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১ 
  2. "উপমন্ত্রীর চেষ্টায় শরীয়তপুরে হচ্ছে 'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়'"ঢাকা টাইমস ২৪। অক্টোবর ১৩, ২০২১। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১ 
  3. "নাটোরে ড.এম ওয়াজেদ মিয়ার নামে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়"banglanews24.com। ডিসেম্বর ২১, ২০২০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০২০ 
  4. "শরীয়তপুরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়"দৈনিক শিক্ষা। অক্টোবর ১৩, ২০২১। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১ 
  5. "'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়' পাচ্ছে শরীয়তপুরবাসী"risingbd.com। অক্টোবর ১২, ২০২১। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১ 
  6. "'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়' পেল শরীয়তপুরবাসী"jagonews24.com। অক্টোবর ১২, ২০২১। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১ 
  7. "শরীয়তপুরে 'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়' হচ্ছে"jugantor.com। অক্টোবর ১২, ২০২১। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০২১