বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। []

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট
নীতিবাক্যবিশ্ব বাজারের জন্য শ্রেষ্ঠ মানের আউটপুট
ধরনসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট (শহুরে)
স্থাপিত১৯৬২; ৬২ বছর আগে (1962)
ইআইআইএন১৩৩৮১৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমোঃ আবু সাইম জাহান (অতিরিক্ত দায়িত্ব)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯ জন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৫০ +
অবস্থান
শেরপুর সড়ক, বগুড়া ৫৮০০

২৪°৪৯′২৪″ উত্তর ৮৯°২২′৩৬″ পূর্ব / ২৪.৮২৩৩৫৩° উত্তর ৮৯.৩৭৬৫৮০° পূর্ব / 24.823353; 89.376580
শিক্ষাঙ্গনশহুরে
২০ একর (৮.১ হেক্টর)
সংক্ষিপ্ত নামবপই
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.bogurapoly.gov.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৬২ সালে ফোর্ড ফাউন্ডেশন ঢাকা, রংপুর, সিলেট, পাবনা ও বরিশাল এই পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করে। শুরুতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রমানুসারে ৩ বছর মেয়াদি কোর্স দেওয়া হতো। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান কোর্সে প্রকৌশলে স্নাতককারী কর্তৃক বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হত।[]

ডিপার্টমেন্ট এবং আসনসংখ্যা

সম্পাদনা

একাডেমিক টেকনোলজিসমূহের মধ্যে রয়েছে:

  1. পুরকৌশল - ২০০
  2. তড়িৎ প্রকৌশল- ৩০০
  3. যন্ত্রকৌশল - ৩০০
  4. পাওয়ার - ১০০
  5. ইলেকট্রনিক্স - ১০০
  6. কম্পিউটার - ১০০
  7. [রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং টেকনোলজি] - ১০০

ছাত্রাবাস

সম্পাদনা
  1. উত্তর প্রান্তিক (৫তলা)
  2. দক্ষিণ প্রান্তিক (৫তলা)
  3. পান্থশালা (টিনশেড)

ছাত্রীনিবাস

সম্পাদনা
  1. করতোয়া

ক্যাফেটেরিয়া

সম্পাদনা
  1. অ আ ক্যাফেটেরিয়া

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা