ফ্রাঙ্ক ও’কিফ

অস্ট্রেলীয় ক্রিকেটার

ফ্রাঙ্ক অ্যালয়সিয়াস ও’কিফ (ইংরেজি: Frank O'Keeffe; জন্ম: ১১ মে, ১৮৯৬ - মৃত্যু: ২৬ মার্চ, ১৯২৪) নিউ সাউথ ওয়েলসের ওয়েভার্লি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় প্রথম-শ্রেণীর ক্রিকেটার ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার পক্ষে খেলেছেন ফ্রাঙ্ক ও’কিফ। দলে তিনি মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

ফ্রাঙ্ক ও’কিফ
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৮৯৬-০৫-১১)১১ মে ১৮৯৬
ওয়েভার্লি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু২৬ মার্চ ১৯২৪(1924-03-26) (বয়স ২৭)
হ্যাম্পস্টিড হাসপাতাল
আন্তর্জাতিক তথ্য
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৯২৬
ব্যাটিং গড় ৭১.২৩
১০০/৫০ -/-
সর্বোচ্চ রান
বল করেছে
উইকেট ১২
বোলিং গড় ১৯.১৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৪৫
ক্যাচ/স্ট্যাম্পিং -/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ জানুয়ারি ২০১৯

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯২১-২২ মৌসুমে খ্যাতির শিখরে আরোহণ করেন। সিডনি থেকে ভিক্টোরিয়ায় স্থানান্তরিত হন। এ পর্যায়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ৮৭ ও ৭৯, সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান তুলেন। বাদ-বাকি একাদশের সদস্যরূপে ইংল্যান্ড থেকে অ্যাশেজ ট্রফি জয় করে দেশে প্রত্যাবর্তনকারী ওয়ারউইক আর্মস্ট্রংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ১৭৭ ও ১৪৪ রান সংগ্রহ করেছিলেন তিনি।[১]

সর্বমোট ৯টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। ৭১.২৩ গড়ে ৯২৬ রান ও ১৯.১৬ গড়ে ১২ উইকেট লাভ করেছিলেন। তন্মধ্যে, ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৫/৪৫।

বেশ ভালোমানের অফ ব্রেক বোলার ছিলেন তিনি। পাশাপাশি মারকুটে ব্যাটসম্যান হিসেবেও স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ল্যাঙ্কাশায়ার লীগে চার্চ ক্লাবের পক্ষে খেলেছেন। ল্যাঙ্কাশায়ার ক্লাবের উত্তরণকল্পে পরিকল্পনা গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক ও’কিফ।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

মেলবোর্নে ফিল্ডার ও বোলারদের অনুশীলন ধারণা তুলে ধরেন। এরপূর্বে রান আটকানোর ক্ষেত্রে ফিল্ডারদের ভূমিকা মূর্তিবৎ ছিল।

অসুস্থতাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অতঃপর ২৬ মার্চ, ১৯২৪ সালে হ্যাম্পস্টিড হাসপাতালে ২৭ বছর বয়সে ফ্রাঙ্ক ও’কিফের দেহাবসান ঘটে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Webster, Ray (১৯৯১)। First-Class Cricket in Australia: Volume 1 - 1850-51 to 1941-42। Glen Waverley, Australia: Ray Webster। পৃষ্ঠা 573। আইএসবিএন 0731685709 

বহিঃসংযোগ সম্পাদনা