ফয়সাল আল ইব্রাহিম

সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী

ফয়সাল বিন ফাদিল আল ইব্রাহিম (আরবি: فيصل بن فاضل الإبراهيم) হলেন সৌদি আরবের বর্তমান অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী। এর পূর্বে তিনি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের সচিবালয়ের তত্ত্বাবধায়ক, জাতীয় উন্নয়ন তহবিল পরিচালনা পর্ষদের সচিব ও পরিসংখ্যানের জন্য সাধারণ কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[]

ফয়সাল আল ইব্রাহিম
২০২৩ সালে ফয়সাল আল ইব্রাহিম
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ মে ২০২১
সার্বভৌম শাসকসালমান
প্রধানমন্ত্রী
পূর্বসূরীমুহাম্মাদ আল-জাদান
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী
কাজের মেয়াদ
২৬ ফেব্রুয়ারি ২০১৮ – ২ মে ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্মফয়সাল বিন ফাদিল আল-ইব্রাহিম
সন্তান
প্রাক্তন শিক্ষার্থী

ফয়সাল আল ইব্রাহিম বেশ কয়েকটি জাতীয় কাউন্সিল এবং কমিটির সদস্য।[]

শিক্ষা

সম্পাদনা

ফয়সাল আল ইব্রাহিম পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএস এবং হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[] পরে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

মন্ত্রী হিসেবে নিয়োগের আগে ফয়সাল আল ইব্রাহিম তিন বছর (২০১৮-২০২১) অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।

পূর্বে তিনি সৌদি আরব অয়েল কোম্পানিতে বেশ কয়েকটি ভূমিকা পালন করেছিলেন। যার মধ্যে আরামকো ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট (২০১৩-২০১৫), নিউ বিজনেস ডেভেলপমেন্টে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের প্রধান (২০১২-২০১৪), রাস আল-খায়ের মেরিটাইম ইয়ার্ড প্রকল্পের বাণিজ্যিক পরিচালক এবং ভেলা-বাহরি লেনদেনের প্রকল্প পরিচালক হিসেবে ছিলেন। ২০১৪-২০১৫ সালে তিনি বাণিজ্যিক ও আর্থিক বিষয়গুলির জন্য রাস আল-খায়েরে কিং সালমান ইন্টারন্যাশনাল কমপ্লেক্স ফর সার্ভিসেস অ্যান্ড মেরিটাইম ইন্ডাস্ট্রিজের প্রকল্প ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর পাশাপাশি তিনি ভিলা এবং বাহরি কোম্পানির জন্য অপারেশনস ও ফ্লিট ডিলের একীকরণের প্রকল্প ব্যবস্থাপক হিসাবেও কাজ করেছিলেন।[]

অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী

সম্পাদনা

ফয়সাল আল ইব্রাহিম অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরে মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন। ২০২১ সালের মে মাসে মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি সৌদি আরবের অর্থনীতির অব্যাহত ডিজিটাল রূপান্তর তদারকি করেছেন। সেই সময়ে রাজ্যের ডিজিটাল প্রতিযোগিতা প্রতিবেদন ২০২১-এ ২০ ধাপ এগিয়ে জি২০ দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২২ সালের মে মাসে, অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় সৌদি আরবের ২০২২ সালের আদমশুমারি চালু করে, যা রাজ্যের প্রথম ডিজিটাল আদমশুমারি।[]

সভাপতির পদ এবং সদস্যপদ

সম্পাদনা
  • পরিসংখ্যানের জন্য সাধারণ কর্তৃপক্ষের বোর্ডের চেয়ারম্যান। (২০২১ থেকে)
  • সৌদি এরামকোতে তরুণ নেতাদের উপদেষ্টা বোর্ডের সদস্য (২০১১-২০১২)[]
  • সাংস্কৃতিক উন্নয়ন তহবিলের পরিচালনা পর্ষদের সদস্য (২০২১ সাল থেকে)
  • জিওফিজিক্যাল ইকুইপমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য (২০১৪-২০১৫)
  • স্থানীয় সামগ্রী এবং সরকারী ক্রয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য (২০১৯ থেকে)
  • পাবলিক ইনস্টিটিউশনগুলির পারফরম্যান্স পরিমাপের জন্য জাতীয় কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য "এডাএ" (২০২০ সাল থেকে)
  • জাতীয় শক্তি দক্ষতা পরিষেবা সংস্থা "তারশীদ" এর পরিচালনা পর্ষদের সদস্য (২০১৮ থেকে)
  • অ-তেল রাজস্ব উন্নয়ন কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য (২০১৯ সাল থেকে)
  • নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি অথরিটির পরিচালনা পর্ষদের সদস্য (২০২২ সাল থেকে)
  • জাতীয় উন্নয়ন তহবিলের পরিচালনা পর্ষদের সচিব (২০১৮ থেকে)
  • উবারের কৌশল উপদেষ্টা (২০১৫-২০১৬)
  • অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের সচিবালয়ের তত্ত্বাবধায়ক

সম্মাননা ও পুরস্কার

সম্পাদনা

২০২০ সালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইয়াং গ্লোবাল লিডার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা