মুহাম্মাদ আল-জাদান

সৌদি আরবের অর্থমন্ত্রী

মুহাম্মাদ আল-জাদান হলেন একজন বাণিজ্যিক আইনজীবী ও আল-জাদান অ্যান্ড পার্টনার্স ল ফার্ম এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি ২০১৬ সালের নভেম্বর থেকে সৌদি আরবের অর্থমন্ত্রী হিসেবে আছেন এবং ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মে পর্যন্ত তিনি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।[] ২০১৬ সালে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে তিনি ইব্রাহিম আল-আসাফের স্থলাভিষিক্ত হন।[]

মুহাম্মাদ আল-জাদান
محمد بن عبد الله الجدعان
২০১৮ সালে আল জাদান
অর্থমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ নভেম্বর ২০১৬
সার্বভৌম শাসকসালমান
প্রধানমন্ত্রী
পূর্বসূরীইব্রাহিম আব্দুল আজিজ আল-আসাফ
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী
কাজের মেয়াদ
মার্চ ২০২০ – মে ২০২১
পূর্বসূরীমুহাম্মাদ আল-তুওয়াইজরী
উত্তরসূরীফয়সাল আল ইব্রাহিম
ব্যক্তিগত বিবরণ
জন্মমুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল জাদান
১৯৬৩ (বয়স ৬০–৬১)

২০২০ সালের ৬ মার্চ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মুহাম্মাদ আল-তুওয়াইজরীকে অর্থমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত করার পাশাপাশি মুহাম্মাদ আল-জাদানকে ভারপ্রাপ্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি রাজকীয় আদেশ জারি করেন।

অর্থমন্ত্রী হিসাবে নিয়োগের আগে মুহাম্মাদ আল-জাদান সৌদি আরবের পুঁজিবাজার কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, যেখানে তিনি সৌদি এক্সচেঞ্জ খোলার এবং বিদেশী বিনিয়োগকারীদের কাছে সৌদি নিয়ন্ত্রক কাঠামো শিথিল করার তদারকি করতেন।[] তিনি এর আগে সৌদি আরবের মরগান স্ট্যানলি বোর্ডের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মন্ত্রীর সিভি - মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান"অর্থ মন্ত্রণালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 
  2. "কে হচ্ছেন সৌদি আরবের নতুন অর্থমন্ত্রী?"আরব নিউজ (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০১৬। 
  3. "সৌদি আরবের নতুন অর্থমন্ত্রীর ঘড়ির কাঁটা টিকটিক করছে, তেল রাজ্যগুলি অবনতির কাছাকাছি পৌঁছেছে"ন্যাশনাল পোস্ট (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০১৬। 
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
ইব্রাহিম আব্দুল আজিজ আল-আসাফ
অর্থ মন্ত্রণালয়
২০১৬-বর্তমান
নির্ধারিত হয়নি

বহিঃসংযোগ

সম্পাদনা