অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় (সৌদি আরব)

সৌদি আরবের মন্ত্রণালয়

অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় (এমইপি) (আরবি: وزارة الاقتصاد والتخطيط) হলো সৌদি আরবের অন্যতম সরকারি সংস্থা এবং মন্ত্রিসভার অংশ। মন্ত্রণালয়ের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ রয়েছে, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্যকে প্রতিফলিত করে। ফয়সাল বিন ফাদেল বিন মোহসেন আল-ইব্রাহিম কর্তৃক মন্ত্রণালয়টি গ্রহণ করা হয়েছে, যাকে ২০২১ সালের ২ মে মনোনীত অর্থমন্ত্রী মুহাম্মাদ আল-জাদানের স্থলাভিষিক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়

ফয়সাল আল ইব্রাহিম, ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগ রূপরেখা
গঠিত২০০৩; ২১ বছর আগে (2003)
পূর্ববর্তী সংস্থা
  • কেন্দ্রীয় পরিকল্পনা সংস্থা
  • অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়
যার এখতিয়ারভুক্তসৌদি আরব সরকার
সদর দপ্তররিয়াদ
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস

সম্পাদনা

অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[][] তবে সংস্থাটি কার্যকরী ছিল না[] এবং ১৯৫৪ সালে এটি বিকল হয়ে যায়।[]

অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় ২০০৩ সালে গঠিত হয়েছিল যখন পরিকল্পনা ও অর্থনীতি বিভাগ মন্ত্রণালয় একীভূত হয়েছিল।[][] ২০০৩ সাল পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়নের দায়িত্বে ছিল।[][] মন্ত্রণালয়টি রিয়াদে অবস্থিত।[]

২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে, এই মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন তিনজন মন্ত্রী। প্রথম মন্ত্রী ছিলেন খালিদ বিন মোহাম্মদ আল গোসাইবি, যিনি ২০০৩ সালের এপ্রিলে এই পদে নিযুক্ত হন।[] মুহাম্মদ আল-জাসের ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন।[][] আদেল ফাকেইহ ২০১৫ সালের এপ্রিলে অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী নিযুক্ত হন। বর্তমান মন্ত্রী হলেন ফয়সাল আল ইব্রাহিম, যিনি ২০২০ সালের ৬ মার্চ মুহাম্মদ আল-জাদানের পরিবর্তে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নিযুক্ত হন।[১০]

কার্যাবলী

সম্পাদনা

মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।[১১] এটিতে কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ এবং জাতীয় কম্পিউটার কেন্দ্র সহ বিভিন্ন বড় সংস্থা রয়েছে।[][১২]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. স্টিফেন হার্টগ (২০০৭)। "সৌদি রাষ্ট্র গঠন: ভাড়াটিয়া রাষ্ট্র গঠনে মানব সংস্থার স্থানান্তরিত ভূমিকা" (পিডিএফ)মধ্য প্রাচ্য স্টাডিজের আন্তর্জাতিক জার্নাল৩৯: ৫৩৯–৫৬৩। ডিওআই:10.1017/S0020743807071073। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪ 
  2. ঘাসসানে সালামেহ; ভিভিয়ান স্টিয়ার (অক্টোবর ১৯৮০)। "রাজনৈতিক ক্ষমতা ও সৌদি রাষ্ট্র"। এমইআরআইপি রিপোর্ট (৯১)। জেস্টোর 3010946 
  3. "পরিকল্পনা ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়"সামিরাদ। ২২ জুন ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 
  4. মাইকেল ও'কেন (মার্চ ২০১৩)। সৌদি আরবে ব্যবসা। মাইকেল ওকেন। পৃষ্ঠা ২১। আইএসবিএন 978-0-615-43178-9। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪ 
  5. "আরবি, আরবি ও একাডেমিয়া"সৌদি আরামকো ওয়ার্ল্ড৩০ (৩)। মে–জুন ১৯৭৯। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩ 
  6. মৌলিক ঠিকানা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ওএসসিই। সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের-তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৪।
  7. "সৌদি মন্ত্রিসভায় রদবদল"সামিরাদরিয়াদ। ৩০ এপ্রিল ২০০৩। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 
  8. Glen Carey (১৩ ডিসেম্বর ২০১১)। "রেকর্ড ব্যয় পরিকল্পনার মধ্যে সৌদি বাদশাহর নতুন অর্থনৈতিক দল নিয়োগ"ব্লুমবার্গ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 
  9. "সৌদি অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আল জাসের"রয়টার্স। ১৫ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪ 
  10. "সৌদি আরবে নতুন অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী নিয়োগ"রয়টার্স (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০২-০২ 
  11. "১০ম উন্নয়ন পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছে অর্থনীতি ও পরিকল্পনা"সৌদি বিজনেস নিউজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪ 
  12. "সাধারণ পরিসংখ্যান সিস্টেম"কেন্দ্রীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগ। ১৯ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩