প্রাণপীর বাদশার সমাধি

ভারতে ১৪শ শতাব্দীর সমাধিসৌধ

প্রাণপীর বাদশাহর সমাধি (হিন্দি: बाबा प्राणपिर बादशाह) হলো ভারতের হরিয়ানা রাজ্যের হিসার শহরের মহাবীর স্টেডিয়ামের পাশে অবস্থিত শ্বেত উপাদানে তৈরি চতুর্দশ শতাব্দীর একটি সমাধিস্তম্ভ

প্রাণপীর বাদশাহর সমাধি
প্রাণপীর বাদশার সমাধি হরিয়ানা-এ অবস্থিত
প্রাণপীর বাদশার সমাধি
প্রাণপীর বাদশাহর সমাধির অবস্থান
প্রাণপীর বাদশার সমাধি ভারত-এ অবস্থিত
প্রাণপীর বাদশার সমাধি
প্রাণপীর বাদশাহর সমাধির অবস্থান
সাধারণ তথ্য
ধরনসমাধিসৌধ
অবস্থানপঞ্চায়েত ভবন, সরকারি কলেজ মাঠ, হিসার, হরিয়ানা, ভারত
স্থানাঙ্ক২৯°০৮′৫২″ উত্তর ৭৫°৪২′৫৯″ পূর্ব / ২৯.১৪৭৭° উত্তর ৭৫.৭১৬৫° পূর্ব / 29.1477; 75.7165
নির্মাণকাজের আরম্ভআনু. ১৩০০
উচ্চতা
স্থাপত্যগতইন্দো-ইসলামি স্থাপত্য

অবস্থান সম্পাদনা

সমাধিটি হিসারের মহাবীর স্টেডিয়ামের কাছাকাছি পঞ্চায়েত ভবনের পাশে হিসার সরকারি কলেজ মাঠের অভ্যন্তরে অবস্থিত।[১]

ইতিহাস সম্পাদনা

স্থাপনাটি শের বাহলোল বা ডানা শেরের আধ্যাত্মিক শিক্ষক বাবা প্রাণপীর বাদশাহর সমাধি। শের বাহলোলও একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, যিনি গিয়াসউদ্দিন তুঘলক শাহকে (আনু. ১৩২০–২৫ খ্রিষ্টাব্দ) দিল্লি সুলতান বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন।[২][৩]

স্থাপত্য সম্পাদনা

সৌধটি একটি উত্থিত মঞ্চের উপর নির্মিত হয়েছে। নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত মসৃণ কঙ্কর পাথরের ব্লক দিয়ে নির্মাণের পর সৌধের চূড়ার অংশটি লখৌড়ি ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। ভেতরে প্রবেশের জন্য সৌধের চারদিকে খিলানাকৃতির দরজা রয়েছে। শীর্ষের গম্বুজ একটি অষ্টকোণাকার বেদির ওপর প্রতিষ্ঠিত। সৌধের ভেতরে সমাধির কোনো চিহ্ন পাওয়া যায় না।[২][৩]

সংস্কার সম্পাদনা

সমাধিসৌধটি বর্তমানে জীর্ণ অবস্থায় রয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ স্থাপনাটিকে সংস্কারের জন্য সামান্য কিছু উদ্যোগ নিয়েছিল।[২][৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা