প্রবেশদ্বার:বই
বই প্রবেশদ্বার বই প্রবেশদ্বারবই বা গ্রন্থ হলো লিখিত, মুদ্রিত, ও অলঙ্কৃত কাগজ বা চর্মপত্রের সমষ্টি যা এক-ধারে-বাঁধা এবং মলাট-আবৃত। বইয়ের একখন্ড কাগজকে বলে পাতা এবং পাতার একেকটি দিককে বলে পৃষ্ঠা। বইয়ের ইলেকট্রনিক সংস্করণকে বলা হয় ই-বুক। বই বলতে সাহিত্যকর্মও বোঝায় এবং ব্যাপক অর্থে বইয়ে লেখা সবকিছুকে সাহিত্য বলে। প্রাচীনকালে শিলালিপি, পান্ডুলিপি এবং মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর বইয়ের মাধ্যমে মানুষ জ্ঞান সংরক্ষণ করেছে এবং উত্তর-প্রজন্মে পৌঁছে দিয়েছে। বই মুদ্রিত হয় ছাপাখানায় এবং দোকানে বিক্রি হয়। গ্রন্থাগারে সকলের পড়ার জন্যে বই সংরক্ষণ করে রাখা হয়। নির্বাচিত বই
লে মিজারেবল (Les Misérables) ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। ১৮৬২ সালে প্রকাশিত এ বইটিকে বলা হয় ১৯শতকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ১৮১৫ সালে শুরু হয়ে কাহিনী এগিয়ে যায় জেলফেরত জাঁ ভলজাঁর জীবন-সংগ্রাম, আত্মশুদ্ধি এবং অন্যদের সম্পর্কে অভিজ্ঞতার বর্ণনায়, যার চূড়ান্ত পরিণতি হয় ১৮৩২ সালে প্যারিসের জুন বিপ্লবে। উপন্যাসে উঠে এসেছে ফ্রান্সের ইতিহাস, স্থাপত্য, শহরজীবন এবং ধর্ম, বিচার, রাজনীতি, প্রেম, ভালোবাসা প্রভৃতি প্রসঙ্গ। ধ্রুপদী সাহিত্যে উত্তীর্ণ এই উপন্যাস মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র রূপেও সমাদৃত হয়েছে।
নির্বাচিত ছবি"প্রবেশদ্বার:বই/নির্বাচিত ছবি/৩" নামক কোন পাতার অস্তিত্ব নেই। বিষয়শ্রেণীসমূহবই সম্পর্কিত আরও তথ্যনির্বাচিত লেখক
আইজাক আসিমভ (১৯২০ - ১৯৯২) রুশ বংশোদ্ভুত প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। বহুপ্রজ লেখক আজিমভ ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তার সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ।
আজিমভ তার জীবদ্দশায় বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন, অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক। আমেরিকার কল্পবিজ্ঞান লেখক সংঘ তার লেখা নাইটফলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কল্পবিজ্ঞান গল্পের স্বীকৃতি দেয়। তবে কল্পবিজ্ঞানের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস, রসায়ন এমনকি শেকসপিয়রের সাহিত্যকর্ম নিয়েও আজিমভ লেখালেখি করেছেন। নির্বাচিত উক্তি"প্রবেশদ্বার:বই/নির্বাচিত উক্তি/৫" নামক কোন পাতার অস্তিত্ব নেই। আপনি জানেন কি..."প্রবেশদ্বার:বই/আপনি জানেন কি/৪" নামক কোন পাতার অস্তিত্ব নেই। বই সংবাদআপনি যা যা করতে পারেন |